সেভেন সিস্টার্স নিয়ে কী বলেছেন ড. ইউনূস, ভারতে তোলপাড় কেন? বাঘায় বিএনপি নেতার নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বাড়িঘর-দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ফারুক ফাউন্ডেশনের ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত লালপুরে সংঘর্ষের ঘটনায় ৪২ জনের বিরুদ্ধে মামলা, আটক ৭ এপ্রিলে ৪০ ডিগ্রি ছাড়াতে পারে তাপমাত্রা, ঘূর্ণিঝড়ের শঙ্কা সুন্দরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু। পীরগাছায় তাম্বুলপুর কেন্দ্রীয় ঈদগা মাঠে নামাজ আদায় করেন এমদাদুল হক ভরসা আনন্দ বাজারে ফারুকের দোকানে আগুন কুলিয়ারচর ট্রেনে কাটা পড়ে এক ব্যাক্তি নিহত গোয়ালন্দ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল কক্সবাজার থেকে হেঁটে এভারেস্ট জয় করতে যাচ্ছেন ইকরামুল রামু গুলিতে যুবক নিহত অভিযুক্ত চাচাতো ভাই পলাতক রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা ঝিনাইগাতীর ডেফলাই গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত সাইমুন আর নেই চুরির পর মালিককে চোরের ফোন :ক্যাশে এত কম টাকা রাখছেন কেন? ঈদগাহে মাইক বাজানো নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, আহত ২০ বাঘায় বিএনপি নেতার নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বাড়িঘর ও দোকানপাটে ব্যাপক হামলা, ভাংচুর ও লুটপাট কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

যাত্রা শুরু হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের

বামে ক্লাবের সভাপতি আরিফুল ইসলাম ও ডানে সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ©সংগৃহীত


'উদ্ভাবনী মননে গড়ি স্বপ্নের বাস্তবতা' স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যাত্রা শুরু করেছে 'রাজশাহী বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা অ্যাসোসিয়েশন' (RUEA)।

 

শনিবার (১২ আগস্ট) ক্লাবের উপদেষ্টা ড. এ কে এম মাহমুদুল হক, ড. ফরিদ উদ্দিন ও ড. আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০ সদস্যবিশিষ্ট নব্য ক্লাবের এ কমিটি ঘোষণা করা হয়।

উক্ত কমিটিতে সভাপতি হন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মেটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের রাকিবুল ইসলাম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, হ-সভাপতি মুহম্মদ নুরন্নবী রিমন, মোঃ আবু রাকেশ জয় এবং মাস্তুরা বিনতে মাহমুদা মোহনা।যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আমান উল্লাহ , মোঃ মামুনুর রশিদ , মোঃ নাদিম হোসেন। 

সাংগঠনিক সম্পাদক গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের হাসিব জাওয়াদ। গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ আহমেদ।প্রশিক্ষণ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাকিব রায়হান। প্রচার সম্পাদক ফারহান উদ্দীন। ইভেন্ট অর্গানাইজার সম্পাদক নাইম আলম।যোগাযোগ বিষয়ক সম্পাদক মোকাররমা কাওসার। অর্থ বিষয়ক সম্পাদক মো:লাবু হোসেন। দপ্তর সম্পাদক সাজিদ বিন সাইফ। আইটি বিষয়ক সম্পাদক আব্দুল মতিন। নির্বাহী সদস্য জায়িদ হাসান জোহা, সাব্বির আহমেদ এবং তালহা। এবং স্থায়ী পরিষদে প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে মনোনীত হন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সরোয়ার জাহান সজিব।

উক্ত ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন, মোঃ আমিরুল ইসলাম (সহযোগী অধ্যাপক, ফোকলোর বিভাগ ও ছাত্র-উপদেষ্টা রাবি ) , ড. এ. কে. এম মাহামুদুল হক টুটুল (অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ) এবং ড. ফরিদ উদ্দিন খান (অধ্যাপক, অর্থনীতি বিভাগ)।

উক্ত ক্লাবের সভাপতি আরিফুল ইসলাম বলেন, RUEA এর প্রধান লক্ষ্য হলো একটি উন্নত উদ্যোক্তা সংগঠন গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা সৃজনশীল এবং বাস্তবভিত্তিক ব্যবসায়িক ধারণাগুলোর মাধ্যমে নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি দেশের বেকারত্ব লাঘবে কার্যকর ভূমিকা পালন করবে। সংগঠনটি সদস্যদের উদ্ভাবনী চিন্তাভাবনা এবং কৌশলগত দক্ষতা বিকাশে কাজ করবে, যেন তারা প্রতিযোগিতামূলক বাজারে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। 

ক্লাবের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বলেন, আমাদের এই ক্লাবের উদ্দেশ্য হলো শিক্ষা ও প্রশিক্ষণ, নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, উদ্ভাবনী প্রকল্প ও প্রতিযোগিতা, পরামর্শ ও সহযোগিতা, ফান্ডিং ও ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সহযোগিতা, বিনিয়োগকারী ও উদ্যোক্তার মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করা।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে একটি আহ্বায়ক কমিটি গঠন হয়। আহ্বায়ক কমিটির আহ্বায়ক ছিলেন আরিফুল ইসলাম (ফার্মেসি ২০১৮-১৯) এবং সদস্য সচিব ছিলেন রাকিবুল ইসলাম (এম.এস.ই ২০২০-২১)। নির্বাহী সদস্য ছিলেন সরোয়ার জাহান সজিব (জি.ই.বি ২০১৬-১৭), মাসতুরা বিনতে মাহমুদ মোহনা (এ.আই.এস ২০১৯-২০), মো: আবু রাকেশ জয় (ফোকলোর ২০১৯-২০), আসাদুল্লাহ আহমেদ (পলিটিকাল সাইন্স ২০১৯-২০), হাসিব জাওয়াদ (গণিত ২০২১-২২), মোকাররমা কাউসার (অর্থনীতি ২০২১-২২), মো: সাজিদ বিন সাইফ (জি.ই.এস ২০২২-২৩)। 

উক্ত আহ্বায়ক কমিটির প্রধান কাজ ছিল গঠনতন্ত্র প্রনয়ন , প্রথমিক উপদেষ্টা পরিষদ এবং কার্যকারী কমিটি দেওয়া, সেই ভিত্তিতেই শনিবার (১২ অক্টোবর) এ কমিটি ঘোষণা করা হয়।

এসএইচ/ডিসি

আরও খবর