রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীদের দীর্ঘ ২৮ বছরের আন্দোলনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা গণস্বাক্ষর, ডেথ অফ এডুকেশন, ব্ল্যাক ফেস র্যালি,বারাসাত ব্যারিকেড মহাখালী, ক্লোজডাউন তিতুমীর সহ বিভিন্ন কার্যক্রম পালন করেছে।
সর্বশেষ ২৯ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচজন শিক্ষার্থী আমরণ অনশনে অংশ নেয়। শিক্ষার্থীদের সাত দফা দাবির মধ্যে ছয় দফা বাস্তবায়নের আশ্বাস এবং সাত দিনের মধ্যে রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারির প্রতিশ্রুতি দিয়ে অনশন প্রত্যাহারে রাজি করানো হয়।
কিন্তু শিক্ষার্থীদের অভিযোগ, মন্ত্রণালয় প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়নে আবারো দ্বিচারিতা ও উদাসীনতা দেখাচ্ছে। তিতুমীর ঐক্যের পেইজে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্র বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দ্য ডেইলি স্টার, যুগান্তর, রূপালি বাংলাদেশসহ কিছু গণমাধ্যম শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়াচ্ছে। শিক্ষার্থীরা এসব মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা জানায়।
রাষ্ট্রের দেওয়া কথা বাস্তবায়নে সহযোগিতার কাজে শিক্ষার্থীরা আরো সাত দিন সময় দিতে প্রস্তুত।শিক্ষার্থীরা আরও জানিয়েছে, আগামী সাত দিনের মধ্যে ছয় দফা দাবির বাস্তবায়ন দৃশ্যমান না হলে, "তিতুমীর শিক্ষা সংস্কার ২৫" তিতুমীর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির এক দফা দাবিতে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
১৬ দিন ২১ ঘন্টা ৫০ মিনিট আগে
২৫ দিন ২১ ঘন্টা ১৩ মিনিট আগে
৩০ দিন ২১ ঘন্টা ৬ মিনিট আগে
৩১ দিন ২০ ঘন্টা ১ মিনিট আগে
৩৩ দিন ৫৯ মিনিট আগে
৩৩ দিন ১ ঘন্টা ৩১ মিনিট আগে
৩৩ দিন ১৮ ঘন্টা ১৮ মিনিট আগে
৩৪ দিন ১ ঘন্টা ৩৭ মিনিট আগে