শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের বিকাশে সহায়তা করা এবং শিক্ষার্থীদের মধ্যে ন্যায়-অন্যায়, ভালো-মন্দ, সত্য-মিথ্যা ইত্যাদি বিষয়ে সচেতনতা তৈরি করা ও তাদের নৈতিক জীবন ধারণে উৎসাহিত করার উদেশ্যে সরকারি তিতুমীর কলেজে নৈতিক ক্লাব নামে নতুন একটা ক্লাবের যাত্রা শুরু হয়েছে।
(২০ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার) কলেজটির কলাভবনের ২১০২ নাম্বার রুমে একটি সেমিনার আয়োজন করে নতুন এই ক্লাবটির যাত্রা শুরু হয়। ক্লাবটির শুভ উদ্বোধন করেন, সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর শিপ্রা রানি মন্ডল। এসময় উপস্থিত ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরিচালক জনাব, মোহাম্মদ আলি, কলেজটির উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. মিজানুর রহমান সহ উক্ত প্রতিষ্ঠানির শিক্ষক ও শিক্ষার্থীরা। সেমিনারটির সভাপতিত্ব করেন নৈতিকতা কমিটির আহবায়ক প্রফেসর মাঞ্জুমা হক।
নৈতিক ক্লাব একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দ্বারা গঠিত একটি সংগঠন, যা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের বিকাশে সহায়তা করে। এর মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে ন্যায়-অন্যায়, ভালো-মন্দ, সত্য-মিথ্যা ইত্যাদি বিষয়ে সচেতনতা তৈরি করা এবং তাদের নৈতিক জীবন ধারণে উৎসাহিত করা।
একটি নৈতিক ক্লাব শিক্ষার্থীদের মধ্যে একটি সুন্দর ও সুস্থ জীবন ধারণের জন্য প্রয়োজনীয় মানসিক ও নৈতিক শক্তি যোগায়।
১৬ দিন ২১ ঘন্টা ৫০ মিনিট আগে
২৫ দিন ২১ ঘন্টা ১৩ মিনিট আগে
৩০ দিন ২১ ঘন্টা ৬ মিনিট আগে
৩১ দিন ২০ ঘন্টা ১ মিনিট আগে
৩৩ দিন ৫৯ মিনিট আগে
৩৩ দিন ১ ঘন্টা ৩১ মিনিট আগে
৩৩ দিন ১৮ ঘন্টা ১৮ মিনিট আগে
৩৪ দিন ১ ঘন্টা ৩৭ মিনিট আগে