যশোরের অভয়নগরে বিভিন্ন এলাকার চাষিরা মিশ্র ফসলের চাষ করে বেশ স্বাবলম্বী হয়েছেন।
যে সকল চাষিদের জমির পরিমান কম তারা তাদের পরিকল্পনা মতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে থাকেন। এতে করে জমিতে সব সময়ই ফসল বিদ্যমান থাকে। সরজমিনে দেখা যায় আব্দুস সালাম নামে এক চাষি একের পর এক ফসল উৎপাদন করছেন একই জমিতে। মাটি খনন করে জমিতে উচু স্থানে ফসল নিচে পানি রয়েছে যা দ্বারা সেচ কাজে ব্যবহার করে থাকে । যথাস্থানেয় সেচের পানি থাকায় ফসল ভালো হয়। পর্যায়ক্রমে শসা, করোলা, লাউ, টমেটো, মাঝে মধ্যে মরিচ, ধেঢ়শ, আবার পাশেই রয়েছে পুইশাক, জমির পাশ দিয়ে কলাগাছের সারি। দুটি একটি পেঁপে গাছ যা তরকারি হিসেবে খাওয়া যায়, আবার পাকাও খাওয়া যায়।
এভাবে সংসারে দৈনন্দিন যে তরকারির চাহিদা থাকে তা এভাবে চাষের দ্বারা পূরণ হয়ে থাকে। মিশ্র ফসল চাষে অনেক সুবিধা রয়েছে বলে অনেক চাষিরই ঝুকে পড়ছে।