যশোরের যশ খজুরের রস প্রবাদটির ঐতিহ্য ধরে রাখতে চলতি বছরে এক কোটি খেজুরের বীজ রোপনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
যশোর জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার এ কর্মসূচির উদ্যাক্তা।এ উপলক্ষে আজ শনিবার অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মালোপাড়া এলাকায় খাস জমিতে জেলা প্রশাসক খেজুর বীজ রোপন করে কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
জেলা প্রশাসক বলেন, প্রেমবাগ ইউনিয়নের মালোপাড়া পুলিশ ক্যাম্পের সামনে নদীর পাড় উদ্ধার করে সাড়ে ৪ একর খাস জমিতে খেজুর বীজ ও চারা লাগানো হয়েছে। খেজুর গুড় জি আই সনদ প্রাপ্ত হওয়ায় ও খাটি গুড়র নিশ্চিতে এ পরিকল্পোনা নেওয়া হয়েছে। তিনি আরো বলেন অভয়নগর জুড়ে নদীর পাড়,খালের পাড়,রাস্তার পাশে সহ সরকারী পতিত, স্কুল, মাদ্রাসার আঙ্গিনা, ব্যাক্তি গত অব্যবহৃত জায়গাতে এক কোটি বীজ ও ১৫ হাজার খেজুর চারা রোপন অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ এর সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন, সহকারি জেলা প্রশাসক (শিক্ষা) মোছা রেখা খাতুন , জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম সোহাগ, অভয়নগর উপজেলার সহকারি কমিশানার ভূমি মো শামীম হুসাইন, অভয়নগর থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম প্রমুখ।
৬ ঘন্টা ২৮ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ৫ মিনিট আগে
৩ দিন ৫ ঘন্টা ৯ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ২১ মিনিট আগে
১৩ দিন ১০ ঘন্টা ৪৭ মিনিট আগে
২৪ দিন ৬ ঘন্টা ৮ মিনিট আগে
২৬ দিন ১৪ ঘন্টা ৩৭ মিনিট আগে
২৯ দিন ১৫ ঘন্টা ৩০ মিনিট আগে