নদী-নালা, খাল-বিল বেষ্টিত যশোর জেলার অভয়নগরে কয়েক দিনের অবিরাম বর্ষণে ভেসে গেছে কয়েক হাজার মাছের ঘের ও পুকুর। খাল-বিল নদী নালায় পানি বেড়ে যাওয়ায় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। এই মাছ ধরার উৎসবে মেতে পড়েছে নানা শ্রেণিপেশার নানা বয়সী মানুষ। কেউ ক্ষেপলা জাল দিয়ে, সিপ বড়শি দিয়ে আবার কেউ কেউ বিভিন্ন উপকরণ দিয়ে মাছ ধরছে। কৈ, পুঁটি, স্বরপুঁটি, শোল, টাকি, টেংরাসহ দেশীয় প্রজাতির মাছ এবং রুই, কাতলা, মৃগেল, সিলভারকার্পসহ বিভিন্ন প্রকারের মাছ ধরা পড়ছে। মাছ ধরতে পেরে খুশি মৎস্যজীবীসহ সৌখিন মাছ শিকারীরা।
অন্যদিকে দুশ্চিন্তায় ভুগছেন মাছ চাষীরা,অভয়নগরের কামকুল গ্রামের এক মাছ চাষী বলেন, এলাকার প্রায় সব ঘেরই ভেসে গেছে, লক্ষ লক্ষ টাকার মাছ বের হয়ে গেছে, এই ক্ষতি পোষানো আদৌ সম্ভব নয়, সরজমিনে দেখা যায় উৎসুক জনতার মাছ ধরার দৃশ্য। এছাড়াও সকাল থেকে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বিল থেকে ধরা মাছ বিক্রয় করতে দেখা যায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের।
৬ ঘন্টা ১৮ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ১১ মিনিট আগে
১৩ দিন ১০ ঘন্টা ৩৭ মিনিট আগে
২৪ দিন ৫ ঘন্টা ৫৮ মিনিট আগে
২৬ দিন ১৪ ঘন্টা ২৭ মিনিট আগে
২৯ দিন ১৫ ঘন্টা ২০ মিনিট আগে