পীরগাছার সন্তান নাজমুচ্ছাকিব ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক হওয়ায় উপজেলা ছাত্রদলের সংবর্ধনা সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. শহিদুল আলমের কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় অভয়নগরে ইহইয়াঊল উলুম মাদ্রাসার বয়স্ক ছাত্রদের বিরল কৃতিত্ব মৌলভীবাজারে তাপদাহ ও বৃষ্টির অভাবে চা শিল্পে ক্ষতির শঙ্কা ঈশ্বরগঞ্জে ঈদের বন্ধের মাঝেও পরিবার পরিকল্পনা বিভাগের স্বভাবিক প্রসূতি সেবা অব্যাহত মধুপুরে মহা অষ্টমীতে বংশাই নদীতে পুণ্যার্থীদের ঢল কিশোর চালককে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট, থানায় অভিযোগ দেশের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি রাশেদ ঈশ্বরগঞ্জের লাঠিয়ামারী অষ্টমী স্নান ঘাটে গঙ্গাঁ মন্দিরের উদ্বোধন পঙ্গু হাসপাতালে সড়ক দুর্ঘটনা রোগীদের চাপ ; গত আট দিনে ১০৮৫ জন রোগী ভর্তি খুরুশকুলে অপহরণকারীদের কবল থেকে কিশোর উদ্ধার, মূল হোতা হৃদয় পলাতক হাসিনার প্রত্যর্পণের বিষয়ে মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না সরকারের কাছে যথেষ্ট খাদ্যশস্য মজুত রয়েছে: খাদ্য উপদেষ্টা দৌলতদিয়া যৌনপল্লীতে গলায় ফাঁস নিয়ে যৌনকর্মীর আত্মহত্যা। ঈশ্বরগঞ্জে অষ্টমী স্নান করতে এসে পূণ্যার্থীর মৃত্যু ঈদের চারদিন পার হলেও দৌলতদিয়া ঘাট শহর মুখী মানুষের ভীর। আক্কেলপুর আওয়ামীলীগ নেতা মেয়র শহীদুল আলমের ভাইয়ের পা রগ কাটল দুর্বৃত্তরা আশাশুনির বিছট খোলপেটুয়া নদী ভাঙ্গনের রিং বাঁধ ৫ দিন পর অবশেষে সম্পন্ন । দোয়ারাবাজারে আওয়ামীলীগ নেতা ফারুক মাষ্টার গ্রেফতার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার

অভয়নগরে পানিবন্দি এলাকায় এনজিওর কিস্তি আদায় বন্ধে মানববন্ধন

যশোরের অভয়নগর উপজেলার ভবদহ সুন্দলীসহ বিভিন্ন অঞ্চলের লাখ লাখ পরিবারের মানুষ ২ মাসব্যাপী জলাবদ্ধতায় পানিবন্দি জীবন নিয়ে অস্বাভাবিক মানবেতর জীবন যাপন অতিবাহিত করছে। অন্যদিকে ওইসব অঞ্চলের মানুষের জীবনে বিভিন্ন এনজিও সংস্থার কিস্তি আদায়ের চাপ মানুষের জীবনে মরার উপরে খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। ভুক্তভোগীরা ঋণের চাপে দিশেহারা হয়ে পড়েছে। এনজিও সংস্থা গুলোর ঋণআদায় বন্ধের জন্য পানিতে ডুবে থাকা অঞ্চলের হাজার হাজার মানুষ মানববন্ধন, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে আবেদনসহ নানামুখী কর্মসূচি পালন করলেও সরকারি ভাবে এ পযন্ত অসহায় মানুষদের প্রতি কোন সদয় দৃষ্টি কেউ দেখায়নি। ফলে ভবদহ, সুন্দলীসহ আশপাশের এলাকার মানুষ পানিবন্দি হয়ে খুবই মানবেতর জীবন যাপনসহ না খেয়ে দিনযাপন করছে। একাধিক এনজিওর ঋন গ্রহীতারা অভিযোগ করে জানান, আমাদের ঘরবাড়ি সবকিছু পানির মধ্যে ডুবে আছে, ঠিক ভাবে খাবার পাচ্ছি না, কাজকর্ম সবকিছু বন্ধ, রাতে উচুস্থানে ছেলে মেয়ে নিয়ে রাস্তার উপরে ঘুমাতে হচ্ছে। কিন্তু এনজিও সংস্থা গুলোর ঋণের কিস্তির চাপে পড়ে আমাদের বেঁচে থাকাটাও দায় হয়ে পড়ছে। প্রতিদিন এনজিও কর্মীরা এসে বিভিন্ন হুমকিসহ মামলার ভয় দেখায়, এবং কিস্তির টাকা কোনক্রমেই বন্ধ করা হবেনা কিস্তির টাকা দিতেই হবে। এমনকি এনজিও কর্মীরা এটাও বলেন মানুষ মরলো কি বাঁচল এসব আমাদের দেখার প্রয়োজন নেই, কিস্তির টাকা দিতে হবে। সুন্দলী গ্রামের এক ভুক্তভোগী মনোরঞ্জন ধরের ছেলে নিউটন ধর জানান, আমি নওয়াপাড়া আদ্বদিন এনজিও থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়েছি নিয়মিত কিস্তির টাকা দিয়ে যায়, এখন ঘরবাড়ি সবকিছু পানিতে ডুবে আছে কাজকর্ম নেই, স্ত্রী সন্তানদের খেতেও দিতে পারছিনা এনজিওর কিস্তি অফিসার এসে গালাগালসহ বিভিন্ন হুমকি দিতে থাকে ভয়ে পালিয়ে বেড়ায় কি করবো বুঝে উঠতে পারছিনা। এবিষয়ে স্থানীয় সুন্দলী ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা ইউপি সদস্য মিনতি বিশ্বাস বলেন, আমাদের অঞ্চলের মানুষের যে করুন অবস্থায় আছে তা আপনাদের বোঝাতে পারবোনা বাড়ির উঠানে গলা পযন্ত পানি ঘুমানোর জাগা নেই, খাবার নেই,  মানুষের কষ্ট দেখা যায়না, এর মধ্যে এনজিও গুলোর কিস্তির চাপে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। আমরা চায় আগামী তিন থেকে চারমাসের জন্য মাননীয় ডিসি মহোদয় মানবিক মানবতার হাতবাড়িয়ে এনজিও গুলোর কিস্তি আদায় বন্ধে জরুরি নির্দেশনা দিলে এই অঞ্চলের মানুষ একটু বেঁচে থাকবে বলে তাদের আসা।


Tag
আরও খবর