বগুড়ার আদমদীঘিতে পোনামাছ বোঝাই ও ওষুধ কোম্পানির দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ ৪জন আহত হয়েছে। আজ বুধবার (৯ আগষ্ট) বেলা ১২ টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির শিবপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় গুরুতর আহতদের মধ্যে পোনামাছ বোঝাই ট্রাক চালক রানীনগরের পারইল গ্রামের মোয়াজ্জেম হোসেন, একই গ্রামের মাছ ব্যবসায়ী লিটন ও অপর ট্রাক চালক পুরান বগুড়ার অশিস ঘোষকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ও তার সহযোগী হাসান আলীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ দুঘর্টনায় কবলিত ট্রাক আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বেলা ১২ টার দিকে ওই স্থানে ঢাকা মেট্রো-ড- ১৪-১৮৫২ নম্বর একটি ট্রাক দেশী মাগুর মাছের পোনা বোঝাই করে পারইল থেকে ময়মনসিং যাবার পথে বিপরীত দিক থেকে আসা ঢকা মেট্রো-শ-১১-২৯৬৪ নম্বর জুয়েলিকর্ফামা নামের ওষুধ বহনকারি একটি গাড়ী মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক ব্যবসায়ীসহ চারজন আহত ও বিপুল মাগুর মাছের পোনা বিনষ্ট হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, দুর্ঘটনা বিষয়য়ে আইনি প্রক্রিয়া চলছে।