বগুড়ার আদমদীঘিতে বাসে তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। আজ শনিবার (১২ আগস্ট) ভোরে নওগাঁ-বগুড়া মহাসড়কের সান্তাহার হবিরমোড় নামক স্থানে বাসে তল্লাশি করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো নওগাঁ সদরের বোয়ালিয়া রাম কালি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হাসান মাহমুদ মোর্শেদ (৩১) ও পার নওগাঁ সরদার পাড়া এলাকার এনামুল হকের ছেলে সনি (৩২)।
পুলিশ জানান, ঢাকা থেকে ছেড়ে আমা নওগাঁগামী একতা পরিবহন নামের একটি বাসে যাত্রী বেশে দুইজন মাদক বহন করে নিয়ে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার ভোর ৫টায় সান্তাহার ফাঁড়ি পুলিশ মহাসড়কের আদমদীঘি উপজেলার হবিরমোড় নামক স্থানে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি শুরু করে। এক পর্যায়ে ঢাকা মেট্রো-ব-১৪-৪০৬০ নাম্বারের একতা বাসটি থামিয়ে তল্লাশি কাশে যাত্রী বেশে সিটে বসা উল্লেখিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করে তাদের কাছে অভিনব কায়দার রাখা ৪শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবাসীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
১৮ ঘন্টা ২২ মিনিট আগে
১৯ ঘন্টা ৪ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ২৮ মিনিট আগে
৬ দিন ২০ ঘন্টা ১৯ মিনিট আগে
৯ দিন ৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
১০ দিন ৩ ঘন্টা ১৬ মিনিট আগে
১১ দিন ২ ঘন্টা ১৬ মিনিট আগে
১২ দিন ১৯ মিনিট আগে