বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চোলাই মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। গত রোববার (১৩ আগস্ট) দিবাগত রাতে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির হবিরমোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ জেলার সাপাহার উপজেলার আনাথপুর গ্রামের এক্কাবর আলীর ছেলে এনামুল হক (২৯) ও আদমদীঘির সান্তাহার পৌরসভার সাহেবপাড়ার ছবেদ আলীর ছেলে পলাশ হোসেন (৩০)।
সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আলমাস আলী সরকার জানান, রোববার দুপুরে মাদক বিরোধী অভিযান চলাকালে সান্তাহার পৌরসভার হবিরমোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি কালে একটি অটোরিকশা ভ্যানে থাকা পলাশ নামের যাত্রীর কাছে থাকা লাগেজ তল্লাশি করে ১৫ লিটার চোলাই মদসহ তাকে গ্রেফতার করা হয়। এরপর ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী শ্যামলী পরিবহন নামের একটি বাস তল্লাশি করে বাসযাত্রী এনামুল হকের নিকট থেকে ৩৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা দায়ের পর আদালতের মাধ্যমে বগুড়া জেলা হাজতে পাঠানো হয়েছে।
১৮ ঘন্টা ২২ মিনিট আগে
১৯ ঘন্টা ৪ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ২৮ মিনিট আগে
৬ দিন ২০ ঘন্টা ১৯ মিনিট আগে
৯ দিন ৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
১০ দিন ৩ ঘন্টা ১৬ মিনিট আগে
১১ দিন ২ ঘন্টা ১৬ মিনিট আগে
১২ দিন ১৯ মিনিট আগে