বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে এক নারীসহ তিন জরেন বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও ১০০টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
গত বুধবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের জেল ও জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট টুকটুক তালুকদার। দন্ডপ্রাপ্তরা হলো, সান্তাহার ইয়ার্ড কলোনীর সিরাজ মিয়ার ছেলে মনজু মিয়া (৭৫), একই এলাকার জুয়েল হোসেনের স্ত্রী সীমা বেগম (৪০) ও কোচকুঁড়িপাড়ার শহিদুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৩২)।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা আদমদীঘি উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় মাদক সেবনের দায়ে উল্লেখিত তিন জনকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতে নির্বাহি ম্যাজিস্ট্রেট মনজু মিয়াকে ৫দিন, সীমা বেগম ও শফিকুল ইসলামকে ৩মাস করে বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ১০০টাকা করে জরিমানা আদেশ প্রদান করেন। রায়ের পর তাদের জেল হাজতে পাঠানো হয়