বগুড়ার আদমদীঘিতে বিস্কুট-কলা খাইয়ে রাসেল খান (২৬) নামের এক টমটম চালককে অসচেতন করে তার ব্যাটারী চালিত ইজিবাইক (টমটম) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা চালক রাসেল খানকে অসচেতন অবস্থায় উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করেছেন। গত বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় আদমদীঘি উপজেলা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। চালক রাসেল খান নওগাঁ জেলার আত্রাই উপজেলার হিসাবদি নগর গ্রামের আলফাজ খানের ছেলে।
টমটম চালক রাসেল খানের চাচা রুবেল খান জানায়, প্রায় চার মাস আগে রাসেল কিস্তিতে আড়াই লাখ টাকা দিয়ে একটি নতুন ব্যাটারী চালিত ইজিবাইক (টমটম) কিনে নওগাঁর আবাদপুকুর-রানীননগর রাস্তায় যাত্রী বহন করছিল। গত বুধবার (২৩আগস্ট) দুপুরে আবাদপুকুর বাজারে অজ্ঞাত তিন ব্যক্তি নিজেদের ডিজিএফআইয়ের লোক পরিচয় দিয়ে আদমদীঘি থানায় যাবে বলে ৪০০ টাকায় ভাড়া চুক্তি করে টমটম গাড়ি-টি নিয়ে আদমদীঘিতে আসেন। এরপর ওই তিন ব্যক্তি টমটমসহ রাসেলকে নিয়ে আদমদীঘি উপজেলা চত্বরের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তারা চালক রাসেলকে বিস্কুট, কলা ও মাম পানি খাইয়ে অসেচতন করে ফেলে রেখে কৌশলে টমটম গাড়িটি নিয়ে সটকে পড়ে। সন্ধ্যার পর স্থানীয় লোকজন চালক রাসেলকে অসচেতন অবস্থায় উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুর্বৃত্তদের আটক ও টমটম গাড়িটি উদ্ধারে চেষ্টা চলছে।