বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের মাদকের সম্রাট ডজন খানের মাদক মামলার আসামী হজরত আলী খান (৫৪) কে হেরোইনসহ ফের গ্রেফতার করেছে পুলিশ। গত রেববার (২৭ আগস্ট) সন্ধ্যায় সান্তাহার নতুনবাজার হাটখোলা তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হজরত আলী খান সান্তাহার নতুনবাজার হাটখোলার ছোলায়মান খানের ছেলে।
সান্তাহার ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আলমাস আলী সরকার জানান, সান্তাহার পৌরসভার মাদকের সম্রাট বলে খ্যাত হজরত আলী খানকে মাদকদ্রব্যসহ বহু বার গ্রেফতার করে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার স্ত্রী ও পরিবারের প্রায় সকলেই মাদক ব্যবসার সাথে জড়িত। আদালত তাকে মাদক মামলায় সাজাও দিয়েছিলেন। সে আদালত থেকে জামিনে মুক্ত হওয়ার পর বাসায় এসে ফের মাদকদ্রব্য বেচাকেনা শুরু করে। এমন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির উপ পরিদর্শক রকিব হোসেন ফোর্স-সহ গত রোববার সন্ধ্যায় হজরত আলী খানের বাড়িতে অভিযান চালিয়ে তার টিনসেড বাড়ির শয়ন ঘর থেকে বিক্রি কালে ৫ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করে। আজ সোমবার (২৮ আগস্ট) ফের মাদক মামলায় হজরত আলীকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলার সাজাসহ প্রায় ডজন খানেক মাদক মামলা চলমান রয়েছে।