বগুড়ার আদমদীঘিতে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে (৪৫) বছরের অজ্ঞাত নামা এক ব্যক্তি নিহত হয়েছে। আজ রোববার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছাতিয়ানগ্রাম রেলওয়ে স্টেশনের উত্তরে ইশবপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। তার মুখে দাঁড়ি ও পড়নে ফুলপ্যান্ট ও সাদা সার্ট ছিল। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ খবর পেয়ে তার দ্বি-খন্ডিত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালে অজ্ঞাত ব্যক্তিটি রেললাইনের পাশ দিয়ে হেটে যাবার সময় সাড়ে ৬টার দিকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস চলন্ত ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার শরীর দ্বিখন্ডিত হয়ে নিহত হয়।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে তার ডিএনএ পরীক্ষার জন্য কাজ চলছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
১ দিন ৬ ঘন্টা ২৬ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ৮ মিনিট আগে
৩ দিন ২ ঘন্টা ৩২ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ২৩ মিনিট আগে
৯ দিন ১৬ ঘন্টা ৪০ মিনিট আগে
১০ দিন ১৫ ঘন্টা ২০ মিনিট আগে
১১ দিন ১৪ ঘন্টা ২১ মিনিট আগে
১২ দিন ১২ ঘন্টা ২৩ মিনিট আগে