বগুড়ার আদমদীঘির সান্তাহারে ২০ পিস ইয়াবা ট্যাবলেট-সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। গত শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধায় উপজেলার সান্তাহার বিদ্যুৎ পাওয়ার প্লান্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আদমদীঘি উপজেলার ছাতনী পূর্বপাড়ার দেলোয়ার হোসেনের ছেলে নাজিউর রহমান শাকিল (২৩) ও একই গ্রামের আব্দুল মতিনের ছেলে মমিনুল ইসলাম মমিন (২৫)। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানায়, গত শনিবার সন্ধ্যায় সান্তাহার বিদ্যুৎ পাওয়ার প্লান্টের পিছনে মাদক বেচাকেনা করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে সান্তাহার ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার ও তাদের নিকট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আজ রোববার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
১ দিন ৬ ঘন্টা ২৬ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ৮ মিনিট আগে
৩ দিন ২ ঘন্টা ৩২ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ২৩ মিনিট আগে
৯ দিন ১৬ ঘন্টা ৪০ মিনিট আগে
১০ দিন ১৫ ঘন্টা ২০ মিনিট আগে
১১ দিন ১৪ ঘন্টা ২১ মিনিট আগে
১২ দিন ১২ ঘন্টা ২৩ মিনিট আগে