আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় গাঁজা সেবনের অপরাধে দুই জনের জেল জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল শুক্রবার দুপুরে তাদের ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০টাকা করে জরিমানার আদেশ দেন নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদার। দন্ডপ্রাপ্তরা হলো- কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বৃদ্ধবাসি গ্রামের আব্দুল জলিলের ছেলে ফারুক হোসেন (২৮) ও দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কাতলা কেশবপুর গ্রামের মশিউর রহমানের ছেলে শাওন হোসেন ( ২৫)।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে উল্লেখিত দুই জনকে আটক করেন রেলওয়ে থানা পুলিশ। এরপর ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট প্রত্যেককে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০টাকা করে জরিমানার আদেশ প্রদাণ করেন।