বগুড়ার আদমদীঘিতে সরকারি সেবা প্রাপ্তির ক্ষেত্রে জনগণের প্রত্যাশা বিষয়ক বগুড়া জেলা প্রশাসকের গনশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২০ সেপ্টেম্ব) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, আব্দুল হক আবু, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা বেগম প্রমুখ। এসময় সরকারি সেবা প্রাপ্তির জন্য জেলা প্রশাসকের কাছে বিভিন্ন সমস্যা বিষয়ে তুলে ধরেন উপজেলার বিভিন্ন এলাকার জনসাধারণ।
গণশুনানি শেষে উপজেলা পরিষদের মূল ফটকের ভিত্তি প্রস্তর স্থাপন, উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন উদ্বোধন, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও দরিদ্র নারীদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক।
১ দিন ৬ ঘন্টা ২৬ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ৮ মিনিট আগে
৩ দিন ২ ঘন্টা ৩২ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ২৩ মিনিট আগে
৯ দিন ১৬ ঘন্টা ৪০ মিনিট আগে
১০ দিন ১৫ ঘন্টা ২০ মিনিট আগে
১১ দিন ১৪ ঘন্টা ২১ মিনিট আগে
১২ দিন ১২ ঘন্টা ২৩ মিনিট আগে