মৎস্য সংশ্লিষ্ট আইন বাস্তবায়নে বগুড়ার আদমদীঘি উপজেলা মৎস্য অফিস অভিযান চালিয়ে ৩ লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও মনোফিলামেন্ট কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধংস করেছে। গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পালেন নেতৃত্বে পুলিশের সহযোগীতায় এই অভিযান চালানো হয়।
আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল জানান, আদমদীঘি উপজেলা চাঁপাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ নিধন করা হচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে মৎস্য সংশ্লিষ্ট আইন বাস্তবায়নে গত মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চাঁপাপুর ইউনিয়নের হাটবাজার, গোবিন্দপুর ও কয়াকুঞ্চি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বিক্রি ও বাজারজাত করণে নিষিদ্ধ ৩ লাখ টাকা মূল্যের ৬০টি যার দৈর্ঘ্য ১২ হাজার মিটার চায়না দুয়ারি জাল এবং ১০ হাজার টাকা মূল্যের ২৫টি যার দৈর্ঘ্য সাড়ে ৭ হাজার মিটার মনোফিলামেন্ট কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল চাঁপাপুর ইউনিয়ন পরিষদের সামনে আগুন লাগিয়ে পুড়ে ধংস করা হয়েছে।
১ দিন ৬ ঘন্টা ২৮ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ১০ মিনিট আগে
৩ দিন ২ ঘন্টা ৩৪ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ২৫ মিনিট আগে
৯ দিন ১৬ ঘন্টা ৪২ মিনিট আগে
১০ দিন ১৫ ঘন্টা ২৩ মিনিট আগে
১১ দিন ১৪ ঘন্টা ২৩ মিনিট আগে
১২ দিন ১২ ঘন্টা ২৫ মিনিট আগে