বগুড়ার আদমদীঘিতে আবু রায়হান (২৮) নামের সদ্য সৌদি ফেরত যুবকের বাড়িতে স্ত্রী স্বীকৃতির দাবীতে এক নারী অবস্থান অনশন করেছেন। আজ সোমবার (৯অক্টোবর) সকাল থেকে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির বিহিগ্রাম অঁচল বাড়িয়া গ্রামে এই অবস্থান অনশন শুরু করেন। আবু রায়হান ওই গ্রামের ছামসুল ফকিরের ছেলে। সে সদ্য সৌদি আরব থেকে বাড়িতে আসে। এ রির্পোট লেখা পর্যন্ত ওই নারী আবু রায়হানের বাড়িতে অবস্থান করছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
আদমদীঘির নসরতপুর গ্রামে অবস্থান নেয়া ওই নারী জানায়, সে তার নানার বাড়ি দুপচাঁচিয়া উপজেলার বালুকাপাড়ার থাকতো। সৌদি প্রবাসি আবু রায়হান সাথে মোবাইল ফোনের মাধ্যমে প্রেম সম্পর্ক গড়ে উঠে। এরপর বিগত ২০২২ সালের ২৮ আগষ্ট মোবাইল ফোনে তারা বিয়ে করে। বিয়ের পর তাদের বিভিন্ন সময় মোবাইল ফোন ও ভিডিও কলে কথাবার্তা চলে। সে দেশে অসার পূর্বে একটি বাসা ভাড়া নিতে বললে ওই নারী দুপচাঁচিয়া সদরে মাস্টার পাড়ায় বাসা ভাড়া নেন। চলতি বছর গত ২২ সেপ্টেম্বর আবু রায়হান সৌদি প্রবাস থেকে বাড়ি আসে। এরপর আবু রায়হান ওই ভাড়া বাসায় গিয়ে স্বামী স্ত্রী হিসাবে বসবাস করে। তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তোলার জন্য আবু রায়হানকে তার কথিত স্ত্রী ওই নারী চাপ দিলে আবু রায়হান নানা তালবাহানা করে গত ২৬ সেপ্টেম্বর ভাড়া বাসায় রাত কেটে পরদিন সকালে কথিত স্ত্রীকে রেখে সটকে পড়ে। এরপর ওই নারী তার কথিত স্বামী আবু রায়হানকে বারবার ফোন দিলেও সে রিসিভ করেনা। ফলে ওই নারী বুঝতে পারে আবু রায়হান তার সাথে প্রতারনা করেছে।
ওই নারী আরো জানায়, তার স্বামী আবু রায়হান তার কাছে না যাওয়ায় তার বাড়ি বিহিগ্রাম কয়েক দফায় এসেও কোন সুরাহা পায়নি। ফলে সোমবার সকাল থেকেই স্ত্রীর মর্যাদার দাবীতে এই অবস্থান অনশন শুরু করেছি। বিহিগ্রাম গ্রামে আবু রায়হান ও তার পরিবারের কাউকে পাওয়া যায়নি।
আবু রায়হানের ফুপা নজরুল ইসলাম জানায়, বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা করা হচ্ছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, তিনি বিষয়টি জেনেছেন। এখনও কেউ থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
১ দিন ৬ ঘন্টা ২৬ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ৮ মিনিট আগে
৩ দিন ২ ঘন্টা ৩২ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ২৩ মিনিট আগে
৯ দিন ১৬ ঘন্টা ৪০ মিনিট আগে
১০ দিন ১৫ ঘন্টা ২০ মিনিট আগে
১১ দিন ১৪ ঘন্টা ২১ মিনিট আগে
১২ দিন ১২ ঘন্টা ২৩ মিনিট আগে