বগুড়ার আদমদীঘিতে অগ্নিকান্ডে আবু হোসেন নামের এক দরিদ্র পরিবারের বসতবাড়ি পুড়ে গেছে। আজ শুক্রবার (১৩ অক্টোবর) ভোরে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পলাশি গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আনুমানিক প্রায় দেড় লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে তাদের দাবি। গ্রামবাসি ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।
জানাযায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পলাশি গ্রামের আবু হোসেন তার পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। পাশের বাড়ির পারিবারিক কলেহে তারা কিছুদিন বাড়িতে থাকেনা। গত শুক্রবার ভোর ৪টায় বসতবাড়িতে কেবা কারা অগ্নিসংযোগ করে। গ্রামবাসি যানতে পেয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনলেও ওই বাড়ির টিনের ছাউনি ও ঘরে থাকা আসবাবপত্র, পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত আবু হোসেনের শ্যালক স্বপন সরদার জানায়, অগ্নিকান্ডে প্রায় দেড় লাক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, বিষয়টি দেখা হচ্ছে।