“গানে গানে সুরে সুরে, আওয়াজ তোল প্রাণে প্রাণে” শ্লোগানে জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা পর্যায়ে হয়ে গেল সেরা কন্ঠ প্রতিযোগীতা। এই প্রতিযোগীতায় অংশ গ্রহন করে দুই গ্রুপ থেকে দশ জন প্রতিযোগী সেরা কন্ঠ শিল্পী নির্বাচিত হয়ে জেলা পর্যায়ে প্রতিযোগীতা করার জন্য নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সকাল থেকে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে প্রান্তিক কন্ঠ তারকাদের বাছাই করে উপজেলা পর্যায়ে সেরা কন্ঠ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগীতায় ‘ক’ গ্রুপে ৮ থেকে ১০ বছর বয়সী দশ জন এবং ‘খ’ গ্রুপে ১৯ থেকে ৫৯ বছর বয়সী সতের জন প্রতিযোগী অংশ গ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা, বিচারক হিসাবে ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সংগীত পরিচালক মিঠু হাসান, আয়োজক কমিটির সমন্বয়ক মীর মোহাম্মদ আলী।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর বলেন, সমাজের বিভিন্ন নেতিবাচক কাজ থেকে বিরত রাখতে সুস্থ্য বিনোদনের অংশ হিসাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এমন আয়োজন করা। পরে জেলা পর্যায়েও এই ধরনের আয়োজন করা হবে।
২ দিন ২ ঘন্টা ১১ মিনিট আগে
৫ দিন ২০ ঘন্টা ২৮ মিনিট আগে
৬ দিন ৭ ঘন্টা ১০ মিনিট আগে
১২ দিন ৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৫ দিন ২ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৯ দিন ৪ ঘন্টা ৩২ মিনিট আগে
২১ দিন ১৯ ঘন্টা ৫৮ মিনিট আগে
২২ দিন ৪ ঘন্টা ২৮ মিনিট আগে