ন্যায্যমূল্যে ও সঠিক ওজনে নিরাপদ পণ্য প্রাপ্তি নিশ্চিতের আহ্বান জানিয়ে জয়পুরহাটে বাজার মনিটরিং করেছে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে জেলার আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজারের কাঁচা সবজি, তেল, মুরগী, মাছ-মাংশ ও মুদি ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ক্রেতা-বিক্রেতাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন ভোক্তা অধিকার নিয়ে কাজ করা এই সংগঠনটি।
এ সময় ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার বিষয়ক লিফলেট বিতরণ করে উক্ত বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং ক্রেতা অধিকার নিশ্চিতের আহবান জানান ক্যাবের জয়পুরহাট জেলা শাখার নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন, ক্যাবের জয়পুরহাট জেলা শাখার সভাপতি আব্দুস সালাম সরদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন পারভেজ, কোষাধ্যক্ষ তামিম হোসেনসহ অন্যান্যরা।
এ বিষয়ে ক্যাবের জয়পুরহাট জেলা শাখার সভাপতি আব্দুস সালাম সরদার বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকার কিছু পণ্যের দাম নির্ধারণ করে দিলেও কিছু অসাধু ব্যবসায়ীরা তা মানছেনা। ফলে ভোক্তা তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা মনে করি বাজারের এই অস্থিরতার জন্যে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটই দায়ী। তাই এসব সিন্ডিকেট ভেঙে ভোক্তাদের নায্য অধিকার ও স্বস্তি নিশ্চিতে আমরা কাজ করছি।
তিনি আরও বলেন, আমাদের আন্দোলনের ফসল হিসেবে ২০০৯ সালে বাংলাদেশ সরকার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সৃষ্টি করে। তারাও ভোক্তাদের অধিকার রক্ষায় কাজ করছে। ভোক্তা সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আমরা মাঠে নেমেছি। আমরা ভোক্তাদের কথা বলছি। আমাদের একটাই লক্ষ্য ভোক্তা অধিকার রক্ষায় ক্রেতাকে সচেতন করে তোলা।
২ দিন ২ ঘন্টা ৬ মিনিট আগে
৫ দিন ২০ ঘন্টা ২৪ মিনিট আগে
৬ দিন ৭ ঘন্টা ৫ মিনিট আগে
১২ দিন ৩ ঘন্টা ৩০ মিনিট আগে
১৫ দিন ২ ঘন্টা ৩১ মিনিট আগে
১৯ দিন ৪ ঘন্টা ২৭ মিনিট আগে
২১ দিন ১৯ ঘন্টা ৫৩ মিনিট আগে
২২ দিন ৪ ঘন্টা ২৪ মিনিট আগে