আক্কেলপুরে নায্য মূল্যে খাবার আলু বিক্রয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায়
জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় নায্যমূল্যে খাবার আলু বিক্রয় করা হয়েছে। বাজারে চলমান দামের চেয়ে কম দামে আলু পাওয়ায় ক্রেতারা ভিড় জমায়।
সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আক্কেলপুর কলেজ বাজার এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ট্রাকে করে নায্য মূল্যে ৫২ টাকা কেজি দরে প্রাচারণার মাধ্যমে খাবার স্টিক আলু বিক্রয় করে। বাজরে চলমান দামের চেয়ে কম দামে খাবার আলু পাওয়ায় ক্রেতারা আলু ক্রয়ের জন্য ভিড় জমায়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাহফুজুর রহমান সহ অনান্যরা।
বাজারে খোঁজ নিয়ে জানা যায়, খাবার স্টিক আলু খুচরা বাজারে ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রয় হচ্ছে।
নায্য মূল্যে আলু ক্রয় করতে আসা আব্দুর রহিম বলেন, নায্য মূল্যে বাজারের চেয়ে কম দামে আলু পাওয়ায় আমাদের মতো মধ্যবিত্তদের জন্য অনেক ভালো হয়েছে। বাড়িতে খাওয়ার জন্য ৫ কেজি আলু কিনেছি। এভাবে নায্যমূল্যে সকল পণ্য বিক্রয় করা হলে অসাধু ব্যবসায়ীরা এমনিতেই দাম কমাতে বাধ্য হবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাহফুজুর রহমান জানায়, আজ নায্য মূল্যে আলু বিক্রয়ে ব্যপক সাড়া পাওয় গেছে। অল্প সময়ের মধ্যেই আমাদের সব আলু বিক্রয় হয়ে গেছে।
উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, উপজেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় আজ নায্য মূল্যে আলু বিক্রয় করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম চলমান থাকবে।