আক্কেলপুরে আসল পুলিশের সহযোগী নকল পুলিশ আটক, অতঃপর গণধোলায়
জয়পুরহাটের আক্কেলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী সাদা পোষাকে একক অবস্থান নিয়ে সোর্সের গায়ে পুলিশ লিখা রিফলেকশন ভেস্ট ও পায়ে পুলিশের জুতা পরিহিত অবস্থায় অভিযান পরিচালনা করছিলেন। পরে জনতার হাতে আটক হয়ে উভয়েই গণধোলাইয়ের শিকার হয়েছেন। এ ঘটনায় রাতেই ইউনুস আলীকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঘটনাটি বুধবার রাতে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের হালির মোড়ে ঘটেছে।
প্রক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় আক্কেলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী সাদা পোষাকে পৌর সদরের আক্কেলপুর-জয়পুরহাট সড়কের কেচের মোড়ে একক অবস্থান নিয়ে সোর্সের গায়ে পুলিশ লিখা রিফলেকশন ভেস্ট ও পায়ে পুলিশের জুতা পরিহিত অবস্থায় সাথে নিয়ে রাস্তায় চলাচল করা যানবাহনে তল্লাশি পরিচালনা করছিলেন। এসময় আক্কেলপুর থেকে জয়পুরহাটের দিকে যাওয়া একটি
মোটরসাইকেলকে থামার জন্য সংকেত দেয় তারা। কিন্তু মোটরসাইকেলটি তাদের সংকেত অমান্য করে চলে যায়। তখন সোর্স পারভেজ অন্য একটি মোটরসাইকেল আরোহীকে থামিয়ে ওই সংকেত অমান্যকারী মোটরসাইকেলটির পেছনে ধাওয়া করেন। কিছুদূর সামনে এগিয়ে হালির মোড়ে গিয়ে তারা থামেন ও বাকবিতন্ডায় জড়িয়ে পরেন। এসময় পারভেজের গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা তাকে আটকে রেখে পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে পুলিশ বলে দাবি করেন। স্থানীয়রা তার পরিচয় পত্র দেখতে চাইলে নিজেক আবার পুলিশের সোর্স বলে পরিচয় দেন। কিছুক্ষণ পর এসআই ইউনুস আলী তাকে উদ্ধার করতে এসে বলেন, সে আমাদের থানার লোক, তাকে ছেড়ে দেন। এ নিয়ে স্থানীয়দের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে তারা দুজনেই জনরোষে পড়ে গণধোলাইয়ের শিকার হন। পরে খবর পেয়ে থানা পুলিশ রাত নয়টায় তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশের পোষাক পরিহিত ওই সোর্স পারভেজ হোসেন (৩৩) নওগাঁর বদলগাছী উপজেলার চকবেনী গ্রামের নজরুল ইসলামের ছেলে।
এঘটনায় বুধবার রাতেই পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব আক্কেলপুর থানায় এসে উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলীকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করেন।
কানুপুর হালিরমোড় এলাকার হাসেম আলী জানান, ওই এসআই ও তার সোর্স পুলিশ পরিচয় দিয়ে রাস্তায় বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি পরিচালনা করছিল। এক মোটরসাইকেলকে ধাওয়া করে এখানে আসলে স্থানীয়রা সোর্সকে আটক করে, পরে এসআই এসে ওই সোর্সকে পুলিলশের লোক বলে দাবী করে। পরে তাদের উভয়কেই স্থানীয়রা গণধোলাই দিয়েছে। এভাবে আসল পুলিশের সাথে নকল পুলিশ থাকা খুবই দুঃখজনক।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাদের দু'জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাদের দুই জনের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব বলেন, এঘটনায় এসআই ইউনুস আলীকে রাতেই প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে। আর সোর্স পরিচয়দানকারী ভুয়া পুলিশ পারভেরজের বিরুদ্ধে মামলা দায়ের হবে।