সেনবাগ নবীপুরে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন সুন্দরবনে দস্যু আতঙ্ক, কোস্ট গার্ডের অভিযানে বনজীবিদের স্বস্তি ববিতে ঈদের ছুটি শেষে হল চালু হলেও চালু হয়নি হলের ক্যান্টিন, ভোগান্তিতে শিক্ষার্থীরা নাসিরনগর বিআরডিবি‘র চেয়ারম্যান আমিরুল হোসেন চকদার ও ভাইস চেয়ারম্যান আকতার হোসেন ভূইয়া নির্বাচিত সুন্দরবনে নতুন দস্যু আতঙ্ক, কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযানে জেলেদের স্বস্তি ববিতে ঈদের ছুটি শেষে হল চালু হলেও চালু হয়নি হলের ক্যান্টিন, ভোগান্তিতে শিক্ষার্থীরা রূপসী ম্যানগ্রোভ পিকনিক স্পট পর্যটন কেন্দ্রটি ইছামতি ভেড়ি বাঁধ ভেঙে নদী গর্ভে বিলীন সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রশিক্ষণ সাতক্ষীরা ভোমরা কাস্টমস্ সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা জিজ্ঞাসাবাদের জন্য সাবেক চেয়ারম্যান মোস্তাকিম তিন দিনের রিমান্ডে নন্দীগ্রামে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করে জরিমানা গুনলেন ব্যবসায়ী নন্দীগ্রামে কৃষকদলের সম্মেলন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করে শিক্ষককে গণপিটুনি। বিএনপি অফিস অগ্নিসংযোগ ও হামলা, সাবেক এমপি সারোয়ার কবিরের জামিন নামঞ্জুর বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস মৌলভীবাজারে প্রধান শিক্ষক অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি মোংলায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সিলেটের জামেয়া ইসলামিয়া আরাবিয়া শামীমাবাদ মাদ্রাসায় দাওরায়ে হাদীসের উদ্বোধন ও ইফতেতাহী দরস সম্পন্ন দুপুর পযর্ন্ত কক্সবাজারে সর্বোচ্চ ৬০ মিলিমিটার বৃষ্টিপাত অপারেশন ডেভিল হান্ট, শান্তিগঞ্জে যুবলীগ নেতা শহিদ মিয়া গ্রেফতার

আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজের এডহক কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

জয়পুরহাটের আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি পদে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক এ্যাড. মো. মাহমুদুর মোস্তাকিন নিশাতকে দুই বার এবং উপজেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য রিয়াদ মো. জিয়াউদ্দিন চৌধুরীকে একবার সভাপতি পদে মনোনয়ন প্রদান করে চিঠি দেয় জাতীয় বিশ্ব বিদ্যালয়। সর্বশেষ মোস্তাকিন নিশাতকে সভাপতি মনোনয়ন করায় সাবেক সভাপতির সমর্থকদের মধ্যে ওই প্রতিষ্ঠানের অফিস কক্ষে বৃহস্পতিবার দুপুরে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সেনাবাহিনী, পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থলে মোতায়েন হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এর আগেও ওই প্রতিষ্ঠানের এডহক কমিটি গঠন নিয়ে গণ স্বাক্ষর, অবস্থান কর্মসূচী ও মানব বন্ধন করেছিলেন আক্কেলপুর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে জাতীয় বিশ্ব বিদ্যালয়ের সর্বশেষ মনোনীত সভাপতি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক এ্যাড. মো. মাহমুদুর মোস্তকিন নিশাত তার সমর্থকদের নিয়ে কলেজে আসেন। এই খবর পেয়ে সদ্য সাবেক সভাপতি উপজেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য রিয়াদ মো. জিয়াউদ্দিন চৌধুরীসহ ও তার সমর্থকরা তাদের বাধা দিতে কলেজে আসেন। এসময় অধ্যক্ষের কক্ষে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সেনাবাহিনী, পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থলে মোতায়েন হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কলেজ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠান থেকে গত ২৯ সেপ্টেম্বর রিয়াদ মো. জিয়াউদ্দিন চৌধুরীসহ সভাপতি পদে ৩ জন এবং বিদ্যোৎসাহী সদস্য পদে ৩ জনের নাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠায় কলেজ কর্তৃপক্ষ। পরে কলেজের পাঠানো নামগুলো বাদ দিয়ে গত ৩ অক্টোবর ক্ষেতলাল উপজেলার বাসিন্দা এ্যাড. মো. মাহমুদুর মোস্তকিন নিশাতকে সভাপতি হিসেবে মনোয়ন প্রদান করেন জাতীয় বিশ্ববিদ্যালয়। ওই কমিটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তাদের বহিরাগত অ্যাখ্যা দিয়ে অবস্থান কর্মসূচী ও মানব বন্ধন করেছিলেন রিয়াদ মো. জিয়াউদ্দিন চৌধুরীর সমর্থকরা। পরে আবারও ২০ নভেম্বর দ্বিতীয় দফায় আগের কমিটি বাদ দিয়ে রিয়াদ মো. জিয়াউদ্দিন চৌধুরীকে সভাপতি হিসেবে মনোনয়ন দেয় জাতীয় বিশ্ব বিদ্যালয়। সেই মোতাবেক তারা কলেজ পরিচালনা করছিলেন। সর্বশেষ ০৮ ডিসেম্বর পুনরায় তৃতীয় দফায় ক্ষেতলাল উপজেলার বাসিন্দা এ্যাড. মো. মাহমুদুর মোস্তকিন নিশাতকে সভাপতি হিসেবে মনোয়ন প্রদান করেন জাতীয় বিশ^বিদ্যালয়। সেই সুবাদে বৃহস্পতিবার প্রতিষ্ঠানে এসেছিলেন তিনি। কলেজ কর্তৃপক্ষ বলছেন, নব গঠিত এডহক কমিটির নাম তারা পাঠাননি। তবে কিভাবে বারংবার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য পরিবর্তন করে জাতীয় বিশ^বিদ্যালয় এডহক কমিটি অনুমোদন করছেন তাও তারা জানেন না। সাবেক সভাপতি রিয়াদ মো. জিয়াউদ্দিন চৌধুরী বলেন, জাতীয় বিশ্ব বিদ্যালয় কর্তৃক মনোনীত বর্তমান এডহক কমিটির সভাপতি হিসেবে আমি প্রতিষ্ঠান পরিচালনা করছি। সভাপতি পরিবর্তনের কোন চিঠিও আমি পাইনি। হঠাৎ করে আগের সভাপতি নিশাত তার দলবল ও বহিরাগতদের নিয়ে কলেজে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এমন সংবাদে আমরা কলেজে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। বর্তমান সভাপতি এ্যাড. মো. মাহমুদুর মোস্তকিন নিশাত বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় সর্বশেষ আমাকে এডহক কমিটির সভাপতি মনোনয়ন করেন। সেই মোতাবেক আমি এবং আমার বিদ্যোৎসাহী সদস্য কলেজে আসি। এখানের বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা ও তার ভাই জিয়াউদ্দিন চৌধুরী এসে আমাদের উপর অতর্কিত হামলা করে। এতে আমার পক্ষের অনেকেই আহত হয়েছেন। আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবিদা সুলতানা কুইন বলেন, জাতীয় বিশ্ব বিদ্যালয় মনোনীত বর্তমান সভাপতি কলেজে আসলে আগের সভাপতির সাথে সংঘর্ষ হয়। কমিটি গঠন নিয়ে আমরা বিব্রতকর অবস্থায় পড়েছি। একটি কমিটি জাতীয় বিশ্ব বিদ্যালয় তিন বার পরিবর্তন করায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। এইভাবে চলতে থাকলে শিক্ষার পরিবেশ বিনষ্ট হবে। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তার কোন সারা পাওয়া যায়নি। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাসুদ রানা বলেন, এ ঘটনায় এখনো থানায় কোন অভিযোগ বা মামলা হয়নি। নির্বাহী ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Tag
আরও খবর


আক্কেলপুর যৌথ অভিযানে মাদকসহ আটক ১০

৬ দিন ৭ ঘন্টা ৭ মিনিট আগে