আশাশুনি প্রেসক্লাবের ক্রীড়া ও সাহিত্য সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান আশিকের মামা দরগাহপুর দক্ষিণ পাড়ার বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়াবিদ শেখ আকরাম উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে।
গুণী খেলোয়াড় হিসাবে সরকারী মাসিক ভাতাভোগি শেখ আকরাম সোমবার দুপুর ১২ টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। বুধবার যোহর বাদ দরগাহপুর কেন্দ্রীয় জামে মসজিদের মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে ইমামতি করেন আলহাজ্ব শেখ আবদুল হান্নান। এসময় দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, সমাজসেবা অফিসার শেখ আব্দুল আউয়াল, প্রভাষক শেখ মনিরুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসান, সদস্য গোলাম মোস্তফা, শেখ ইয়াসির আরাফাত, দরগাহপুর প্রেসক্লাবের সভাপতি শেখ হিজবুল্লাহ, ইউপি সদস্য আসাদুজ্জামান মুকুল, আব্দুল লতিফ মোড়ল, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, শেখ বখতিয়ার উদ্দিন রাজু, গহর আলী মোড়ল প্রমূখ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।