আশাশুনি উপজেলার বুধহাটা হাট বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনে নুরুজ্জামান জুলু সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন।
শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪.৩০ টা পর্যন্ত বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুল কক্ষে ভোট গ্রহন করা হয়। ৯৫৮ জন ভোটারের মধ্যে ৮৭৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গগনা শেষে ফলাফল ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। ঘোষিত ফলাফলে দেখাগেছে, সাধারণ সম্পাদক পদে নুরুজ্জামান জুলু (আনারস প্রতীক) ৪৬৩ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মঞ্জুরুল ইসলাম মহিদ (হরিণ প্রতীক) ৩৩৮ ভোট এবং আশরাফুল ইসলাম (ছাতা প্রতীক) ৪৩ ভোট পেয়েছেন। সাধারণ সদস্য পদে মেহেদী হাসান বিপুল (তালাচাবি) ৪৭৭ ভোট পেয়ে ১ম, জাহাঙ্গীর হোসেন (মোরগ) ৪৬৩ ভোট পেয়ে ২য়, মিলন হোসেন (ব্যাট) ৩৯৮ ভোট পেয়ে ৩য় এবং সহিদুল ইসলাম (ফ্যান) ৩৭২ ভোট পেয়ে ৪র্থ হয়ে সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন। ভোট গ্রহণকালে ভোটকেন্দ্র পরিদর্শন করেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোমিনুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভপতি জিএম মুজিবুর রহমান, আশাশুনি প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস কে হাসান সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, আইনশৃঙ্খলার দায়িত্বে ছিলেন এসআই জাহাঙ্গীর হোসেন, সিয়াবুল ইসলাম সিহাব, এএসআই মোজাফ্ফার রহমান ও সোহান হোসেন।
১ দিন ৫ ঘন্টা ১৬ মিনিট আগে
১ দিন ২৩ ঘন্টা ০ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ১২ মিনিট আগে
৮ দিন ১ ঘন্টা ১ মিনিট আগে
৯ দিন ২৩ ঘন্টা ৪৫ মিনিট আগে