পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) বিকেলে মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম'র সভাপতিত্বে ইফতার পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দলটির সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাধারণ আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ আলী, মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা সরফরাজ আলম, সাধারণ সম্পাদক ওমর আলী, তোড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, আলোয়াখোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজ্জাকারুল আলম কচি, রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মণ, ধামোর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুল জব্বার শাহীন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ ২০২৪ সালে অনুষ্ঠিতব্য ১ম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় স্থানীয় আ,লীগের সভাপতি মো: তৌহিদুল ইসলামকে নির্বাচিত করতে উপজেলা আ,লীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী ও সমর্থকদের এক থাকার আহবান জানানো হয়। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
২২ দিন ১৭ ঘন্টা ৩৮ মিনিট আগে
৬৮ দিন ১৯ ঘন্টা ২৭ মিনিট আগে
৮৪ দিন ২০ ঘন্টা ২৫ মিনিট আগে
৮৫ দিন ২৩ মিনিট আগে
১৩৮ দিন ৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৭৫ দিন ১৮ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৭৮ দিন ২০ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৮০ দিন ১২ মিনিট আগে