রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এনামুল হক সাউথ এশিয়া গোল্ডেন পীস এ্যাওয়ার্ড পাচ্ছেন । সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ তাকেএই এ্যাওয়ার্ড ২০২২ মনোনীত করা হয়েছে।
আগামী ১৫ অক্টোবর বিকেল ৪টায় সাউথ এশিয়া সোস্যাল কালচারাল ফোরামের উদ্দ্যোগে ঢাকা কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়নে তাকে আনুষ্টানিক ভাবে এই এ্যাওয়ার্ড প্রদান করা হবে।
সংশ্লিষ্ট্র সূত্রে জানা গেছে, সংগঠনের ১১ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে” দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্প্রীতি রক্ষায় করোনীয়” শীর্ষক আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট শামসুল হক টুকু। সভাপতিত্ব করবেন সাউথ এশিয়া সোস্যাল কালচারাল ফোরামের চেয়ারম্যান আতাউল্লাহ খান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিচারপতি এস এম মজিবুর রহমান, সেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ।
এ বিষয়ে আড়ানী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি’র দিক নির্দেশনায় আ.লীগের সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদান রেখেছি। সাউথ এশিয়া সোস্যাল কালচারাল ফোরামের তদন্তে আমাকে মনোনীত করে সংগঠনের মহাসচিব এম এইচ আরমান চৌধুরী স্বাক্ষরিত চিঠি প্রেরণ করেন। সেই মোতাবেক আমি ১৫ অক্টোবর গোল্ডেন এ্যাওয়ার্ড আনুষ্টানিক ভাবে গ্রহণ করবো।
উল্লেখ্য, এর আগে এনামুল হক কে ২০২১ সালের ৬ নভেম্বর করোনা মহামারিতে জনসচেতনা ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন এ্যাওয়ার্ড পেয়েছিলেন। #
৩ দিন ২২ ঘন্টা ৭ মিনিট আগে
৫ দিন ৫১ মিনিট আগে
৫ দিন ২১ ঘন্টা ৩২ মিনিট আগে
১২ দিন ২ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৪ দিন ৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৪ দিন ৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৪ দিন ২৩ ঘন্টা ২৫ মিনিট আগে