রাজশাহীর বাঘায় হত্যা মামলার সাক্ষী হওয়ায় ছোট ভাই তাপস কে ছুরিকাঘাত করা হয়েছে। বৃহস্পতিবার বাঘা পৌর এলাকার উত্তর কলিকগ্রাম জামে মসজিদে মাগরিব নামাজ পড়া অবস্থায় এই ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, বাঘা পৌর এলাকার উত্তর কলিকগ্রামের মনিরুল ইসলাম (৪৫) ১৫ বছর পূর্বে তার পিতা আয়েজ উদ্দিনকে নিজ হাতে হত্যা করে । এ মামলায় প্রত্যক্ষ সাক্ষী হন একই এলাকার মৃত মুক্তিযোদ্ধা আবুল হোসেনের মেঝ ছেলে আবু বাশার মোহম্মদ সিদ্দিক শাওন। তবে পরবর্তিতে তার মা’ সহ-পরিবারের অন্যান্য সদস্যরা মামলাটি আপোস-করায় মনিরুল ইসলাম জেল থেকে মুক্তি পায়। স্বাক্ষীর ছোট ভাই (অগ্রানী ব্যাংক) বাজুবাঘা শাখায় কর্মরর্ত আবু ফজল মোহম্মদ সিদ্দিক তাপস(৩৬)কে হত্যা মামলার আসামী মনিরুল ইসলাম ছুরিকাঘাত করে।
জানা যায়, কলিকগ্রাম জামে মসজিদে আবু ফজল মোহম্মদ সিদ্দিক তাপস মাগরিবের নামাজ পড়া শুরু করলে মনিরুল ইসলাম মসজিদের ভেতরে প্রবেশ করে আবু ফজল মোহম্মদ সিদ্দিক তাপসের বাম হাতের দুই জায়গা ও ডান হাতের এক জায়গায় ছুরিকাঘাত করেলে সে আহত হয়। এবং মনিরুল ইসলাম পালিয়ে যায়। ঘটনার এক পর্যায় উপস্থিত মুসল্লীরা তাকে উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক রাকেশ পান্ডে জানান, রুগীর আবস্থা আশংকা জনক। তাকে উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্য্র ভর্তি করা হয়েছে । অবস্থার অবনতি হলে রামেক হাসপাতালে রেফাট করা হবে।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #
৩ দিন ২২ ঘন্টা ৭ মিনিট আগে
৫ দিন ৫১ মিনিট আগে
৫ দিন ২১ ঘন্টা ৩২ মিনিট আগে
১২ দিন ২ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৪ দিন ৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৪ দিন ৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৪ দিন ২৩ ঘন্টা ২৫ মিনিট আগে