আগামী ২৯ ডিসেম্বর-২০২২ রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষনার পর ১৪ নভেম্বর সোমবার ২জন মেয়র পদেসহ ৫ জনের মনোনয়ন উত্তেলন করেছেন।
মেয়র পদে মনোনয়ন উত্তেলন করেছেন বাঘা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সদস্য আক্কাছ আলী, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন। কাউন্সলর পদে মনোনয়ন উত্তেলন করেছেন তারা হলেন ১ নং ওয়ার্ড আবু আকাশ, ৫নং ওয়ার্ড সাখাওয়াত হোসেন, ৩নং ওয়ার্ড রেজাউল করিম মুন্সি।
রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচনের প্রজ্ঞাপন ও তফসিল ঘোষণা করা হয়েছে। পরিচালক (জনসংযোগ) ও যুগ্ম সচিব এসএম সামসুজ্জামান স্বাক্ষিত একটি পত্র (৭ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাচন অফিস পেয়েছেন বলে জানা গেছে।
এই নির্বাচন বিষয়ে নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা কর্মকতা মুজিবুল আলম। পরিচালক (জনসংযোগ) ও যুগ্ন সচিব এসএম সামসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তফসিল ঘোষণা করেন।
বাঘা পৌরসভা নির্বাচন সর্বশেষ ২০১৭ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬৩৬। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৮০০ ও নারী ভোটার ১৫ হাজার ৮৩৬।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা কর্মকতা মুজিবুল আলম বলেন, ইভিএমের মাধ্যমে বাঘা পৌরসভার নির্বাচন ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১ ডিসেম্বর, যাচাই-বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১০ ডিসেম্বর। #
৩ দিন ২২ ঘন্টা ৭ মিনিট আগে
৫ দিন ৫১ মিনিট আগে
৫ দিন ২১ ঘন্টা ৩২ মিনিট আগে
১২ দিন ২ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৪ দিন ৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৪ দিন ৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৪ দিন ২৩ ঘন্টা ২৫ মিনিট আগে