ময়মনসিংহ বিভাগীয় কমিশনার হলেন সারিয়াকান্দির মোখতার আহমেদ লোহাগড়ায় বিএনপির অবস্থান কর্মসূচি পালিত অক্টোবরে রফতানি আয় বেড়েছে উপদেষ্টাদের দফতর পুনর্বণ্টন, যে দায়িত্ব পেলেন নতুনরা নাশকতার মামলায় ইসলামপুরে ইউপির সাবেক সদস্যসহ আওয়ামী লীগের ৪ নেতা কারাগারে বানিয়াচং মডেল প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে এক জনের মৃত্যু নওগাঁয় জেলা প্রশাসক সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয় নিয়ে প্রেস ব্রিফিং বাড়ি ফিরল কুতুবদিয়ার অপহৃত ১৯ জেলে আশাশুনিতে জামায়াতের কর্মী সম্মেলনে আ'লীগকে কঠোর হুঁশিয়ারি নোয়াখালীতে সেনবাগ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৬ রাজশাহী কলেজের ডিজিটাল বোর্ডে ছাত্রলীগের বার্তা, শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিডিএমএ-এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান বুধহাটা ও কুল্যা ইউনিয়ন বিএনপি'র বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি বাঘায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও চিকিৎসকদের ভয়-ভীতি,হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামে জেলা ছাত্রদলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত অভয়নগরে ভবদহ অঞ্চল পরিদর্শন করলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান দামের চেয়ে কোয়ালিটির চ্যালেঞ্জটা বেশি : চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন আক্কেলপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক সংবাদ সম্মেলন। পাচারকৃত অর্থ ফেরত আনতে সিঙ্গাপুরের সহায়তা চান প্রধান উপদেষ্টা

অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই জেহাদীর উপর সন্ত্রাসী হামলার তিন সাপ্তাহ পার


আব্দুল হাই জিহাদীর পরিবারের বক্তব্য

দেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীনদের একজন তাফসীরে উম্মুল কোরআন এর লেখক, দৈনিক সিলেট বাণী'র সহ সম্পাদক ও নাগরিক বার্তা অন লাইন পোর্টাল এর সম্পাদক লেখক গবেষক অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই জেহাদীর উপর সন্ত্রাসী হামলার তিন সপ্তাহ পার হয়ে গেলেও এখনো হামলাকারীদের মূল আসামিদের কাউকে ধরতে পারে নি পুলিশ। 

উপরন্তু আইনের ফাঁক ফুকর দিয়ে গুরুতর আহতদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেখেই জামিনে বেরিয়ে মাওলানা আব্দুল হাই জেহাদীর পরিবারের উপর চাপ সৃষ্টি করছে মামলা উঠিয়ে নেয়ার জন্য। অন্যথায় বাদীকে মেরে লাশ গুম করে দেয়ার প্রকাশ্য হূমকি দিয়েছে জামিন প্রাপ্ত ‌আসামী মখলিস তার‌ ছেলে দেলোয়ার বুধাই ও জামিনপ্রাপ্ত আসামী শাহিন ও সোনাফরের স্ত্রী দিলারা। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে।  জিডিতে বাধদী উল্লেখ করেছেন হাসপাতাল তাদের মাকে  নিয়ে বাড়ীতে‌গেলে বাড়ীর রাস্তায়র দুপাশে দাড়িয়ে তারা এই হুমকি দেয়।‌মুখলিছ রাস্তা ঘাটে হাটবাজারে প্রকাশ্য এসব‌বলে থাকে‌ এ নিয়ে বাজারে বেশ ক দিধ জগড়া বিবাদও হয়েছে তৃতীয় পক্ষের মানুষের সাথে।

বিশ্বনাথ থানার  মামলার (৬/৯৬) (২২/০৭/২৩) এজাহারের বিবরণ থেকে জানা যায় পুর্ব পরিকল্পনা মোতাবেক মাওলানা আব্দুল হাই জেহাদীর প্রাণ নাশের উদ্দেশ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১৯জূলাই সন্ধ্যায় পাশের বাড়ির বদরুল ও তার দুই ভাই তাজউদ্দীন ও হাবিব খালাতো ভাই হাফিজুর খালা দিলারা ও খালু সোনাফর আলী,মামাতো ভাই শাহিন ও আরেক খালাতো  ভাই দেলোয়ার আনু ও খালূ মখলিছ ও বদরুল এর স্ত্রী লাভলী গং আরো ৪/৫জন অতর্কিত ভাবে মাওলানা আব্দুল হাই জেহাদীর ঘরে সংঘবদ্ধ ভাবে ইটপাটকেল নিক্ষেপ করতে।করতে তার ঘরের বারান্দায় ঢুকে পড়ে। মাওলানা জেহাদী ঘর থেকে বেরিয়ে কিছু বুঝে উঠার আগেই তার উপর লোহার রড জি আই পাইপ রামধা,বাশের লাঠি  কাঠের বর্গা ও বেউ দিয়ে পিটিয়ে 

রক্তাক্ত যখম করে ঘরের মেঝেতে ফেলে দেয়। 

এময় পাশের রুম থেকে তার স্ত্রী তাকে বাঁচানোর জন্য এগিয়ে এলে বায়োবৃদ্ধ মহিলা কে পৈচাশিক কায়দায় পিঠিয়ে হাত ভেঙে ও মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে ফেলে যায়। 

এর পর তিন সপ্তাহ পার হয়ে গেলেও পুলিশ কোন আসামিদের ধরতে পারে নি। অবশ্য ঘটনায় পর ই পুলিশ কান্দিগ্রামের ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ওসি সহ  হাসপাতালে এসে মাওলানা আব্দুল হাই জেহাদী ও তার স্ত্রীর খুজ খবর নিয়েছেন।

ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। হামলাকারীদের সকলেই এই গ্রামে আশ্রিত এবং একজন জনপ্রতিনিধির ছত্র ছায়ায় বে আইনি ভাবে সুবিধা ভোগী ও তার লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হয় বলে স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেছে। এই খুঁটির জোরেই এরা এলাকার সামাজিক পরিবেশ বিনাশ করছে। এলাকাবাসীর দাবী জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত এই নেতাকে আইনের আওতায় নেয়া সহ তার ছত্র ছায়ায় আশ্রীত লাঠিয়াল বাহিনীকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

Tag
আরও খবর