পীরগাছার সন্তান নাজমুচ্ছাকিব ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক হওয়ায় উপজেলা ছাত্রদলের সংবর্ধনা সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. শহিদুল আলমের কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় অভয়নগরে ইহইয়াঊল উলুম মাদ্রাসার বয়স্ক ছাত্রদের বিরল কৃতিত্ব মৌলভীবাজারে তাপদাহ ও বৃষ্টির অভাবে চা শিল্পে ক্ষতির শঙ্কা ঈশ্বরগঞ্জে ঈদের বন্ধের মাঝেও পরিবার পরিকল্পনা বিভাগের স্বভাবিক প্রসূতি সেবা অব্যাহত মধুপুরে মহা অষ্টমীতে বংশাই নদীতে পুণ্যার্থীদের ঢল কিশোর চালককে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট, থানায় অভিযোগ দেশের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি রাশেদ ঈশ্বরগঞ্জের লাঠিয়ামারী অষ্টমী স্নান ঘাটে গঙ্গাঁ মন্দিরের উদ্বোধন পঙ্গু হাসপাতালে সড়ক দুর্ঘটনা রোগীদের চাপ ; গত আট দিনে ১০৮৫ জন রোগী ভর্তি খুরুশকুলে অপহরণকারীদের কবল থেকে কিশোর উদ্ধার, মূল হোতা হৃদয় পলাতক হাসিনার প্রত্যর্পণের বিষয়ে মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না সরকারের কাছে যথেষ্ট খাদ্যশস্য মজুত রয়েছে: খাদ্য উপদেষ্টা দৌলতদিয়া যৌনপল্লীতে গলায় ফাঁস নিয়ে যৌনকর্মীর আত্মহত্যা। ঈশ্বরগঞ্জে অষ্টমী স্নান করতে এসে পূণ্যার্থীর মৃত্যু ঈদের চারদিন পার হলেও দৌলতদিয়া ঘাট শহর মুখী মানুষের ভীর। আক্কেলপুর আওয়ামীলীগ নেতা মেয়র শহীদুল আলমের ভাইয়ের পা রগ কাটল দুর্বৃত্তরা আশাশুনির বিছট খোলপেটুয়া নদী ভাঙ্গনের রিং বাঁধ ৫ দিন পর অবশেষে সম্পন্ন । দোয়ারাবাজারে আওয়ামীলীগ নেতা ফারুক মাষ্টার গ্রেফতার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার

অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই জেহাদীর উপর সন্ত্রাসী হামলার তিন সাপ্তাহ পার


আব্দুল হাই জিহাদীর পরিবারের বক্তব্য

দেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীনদের একজন তাফসীরে উম্মুল কোরআন এর লেখক, দৈনিক সিলেট বাণী'র সহ সম্পাদক ও নাগরিক বার্তা অন লাইন পোর্টাল এর সম্পাদক লেখক গবেষক অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই জেহাদীর উপর সন্ত্রাসী হামলার তিন সপ্তাহ পার হয়ে গেলেও এখনো হামলাকারীদের মূল আসামিদের কাউকে ধরতে পারে নি পুলিশ। 

উপরন্তু আইনের ফাঁক ফুকর দিয়ে গুরুতর আহতদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেখেই জামিনে বেরিয়ে মাওলানা আব্দুল হাই জেহাদীর পরিবারের উপর চাপ সৃষ্টি করছে মামলা উঠিয়ে নেয়ার জন্য। অন্যথায় বাদীকে মেরে লাশ গুম করে দেয়ার প্রকাশ্য হূমকি দিয়েছে জামিন প্রাপ্ত ‌আসামী মখলিস তার‌ ছেলে দেলোয়ার বুধাই ও জামিনপ্রাপ্ত আসামী শাহিন ও সোনাফরের স্ত্রী দিলারা। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে।  জিডিতে বাধদী উল্লেখ করেছেন হাসপাতাল তাদের মাকে  নিয়ে বাড়ীতে‌গেলে বাড়ীর রাস্তায়র দুপাশে দাড়িয়ে তারা এই হুমকি দেয়।‌মুখলিছ রাস্তা ঘাটে হাটবাজারে প্রকাশ্য এসব‌বলে থাকে‌ এ নিয়ে বাজারে বেশ ক দিধ জগড়া বিবাদও হয়েছে তৃতীয় পক্ষের মানুষের সাথে।

বিশ্বনাথ থানার  মামলার (৬/৯৬) (২২/০৭/২৩) এজাহারের বিবরণ থেকে জানা যায় পুর্ব পরিকল্পনা মোতাবেক মাওলানা আব্দুল হাই জেহাদীর প্রাণ নাশের উদ্দেশ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১৯জূলাই সন্ধ্যায় পাশের বাড়ির বদরুল ও তার দুই ভাই তাজউদ্দীন ও হাবিব খালাতো ভাই হাফিজুর খালা দিলারা ও খালু সোনাফর আলী,মামাতো ভাই শাহিন ও আরেক খালাতো  ভাই দেলোয়ার আনু ও খালূ মখলিছ ও বদরুল এর স্ত্রী লাভলী গং আরো ৪/৫জন অতর্কিত ভাবে মাওলানা আব্দুল হাই জেহাদীর ঘরে সংঘবদ্ধ ভাবে ইটপাটকেল নিক্ষেপ করতে।করতে তার ঘরের বারান্দায় ঢুকে পড়ে। মাওলানা জেহাদী ঘর থেকে বেরিয়ে কিছু বুঝে উঠার আগেই তার উপর লোহার রড জি আই পাইপ রামধা,বাশের লাঠি  কাঠের বর্গা ও বেউ দিয়ে পিটিয়ে 

রক্তাক্ত যখম করে ঘরের মেঝেতে ফেলে দেয়। 

এময় পাশের রুম থেকে তার স্ত্রী তাকে বাঁচানোর জন্য এগিয়ে এলে বায়োবৃদ্ধ মহিলা কে পৈচাশিক কায়দায় পিঠিয়ে হাত ভেঙে ও মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে ফেলে যায়। 

এর পর তিন সপ্তাহ পার হয়ে গেলেও পুলিশ কোন আসামিদের ধরতে পারে নি। অবশ্য ঘটনায় পর ই পুলিশ কান্দিগ্রামের ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ওসি সহ  হাসপাতালে এসে মাওলানা আব্দুল হাই জেহাদী ও তার স্ত্রীর খুজ খবর নিয়েছেন।

ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। হামলাকারীদের সকলেই এই গ্রামে আশ্রিত এবং একজন জনপ্রতিনিধির ছত্র ছায়ায় বে আইনি ভাবে সুবিধা ভোগী ও তার লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হয় বলে স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেছে। এই খুঁটির জোরেই এরা এলাকার সামাজিক পরিবেশ বিনাশ করছে। এলাকাবাসীর দাবী জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত এই নেতাকে আইনের আওতায় নেয়া সহ তার ছত্র ছায়ায় আশ্রীত লাঠিয়াল বাহিনীকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

Tag
আরও খবর