পীরগাছার সন্তান নাজমুচ্ছাকিব ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক হওয়ায় উপজেলা ছাত্রদলের সংবর্ধনা সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. শহিদুল আলমের কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় অভয়নগরে ইহইয়াঊল উলুম মাদ্রাসার বয়স্ক ছাত্রদের বিরল কৃতিত্ব মৌলভীবাজারে তাপদাহ ও বৃষ্টির অভাবে চা শিল্পে ক্ষতির শঙ্কা ঈশ্বরগঞ্জে ঈদের বন্ধের মাঝেও পরিবার পরিকল্পনা বিভাগের স্বভাবিক প্রসূতি সেবা অব্যাহত মধুপুরে মহা অষ্টমীতে বংশাই নদীতে পুণ্যার্থীদের ঢল কিশোর চালককে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট, থানায় অভিযোগ দেশের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি রাশেদ ঈশ্বরগঞ্জের লাঠিয়ামারী অষ্টমী স্নান ঘাটে গঙ্গাঁ মন্দিরের উদ্বোধন পঙ্গু হাসপাতালে সড়ক দুর্ঘটনা রোগীদের চাপ ; গত আট দিনে ১০৮৫ জন রোগী ভর্তি খুরুশকুলে অপহরণকারীদের কবল থেকে কিশোর উদ্ধার, মূল হোতা হৃদয় পলাতক হাসিনার প্রত্যর্পণের বিষয়ে মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না সরকারের কাছে যথেষ্ট খাদ্যশস্য মজুত রয়েছে: খাদ্য উপদেষ্টা দৌলতদিয়া যৌনপল্লীতে গলায় ফাঁস নিয়ে যৌনকর্মীর আত্মহত্যা। ঈশ্বরগঞ্জে অষ্টমী স্নান করতে এসে পূণ্যার্থীর মৃত্যু ঈদের চারদিন পার হলেও দৌলতদিয়া ঘাট শহর মুখী মানুষের ভীর। আক্কেলপুর আওয়ামীলীগ নেতা মেয়র শহীদুল আলমের ভাইয়ের পা রগ কাটল দুর্বৃত্তরা আশাশুনির বিছট খোলপেটুয়া নদী ভাঙ্গনের রিং বাঁধ ৫ দিন পর অবশেষে সম্পন্ন । দোয়ারাবাজারে আওয়ামীলীগ নেতা ফারুক মাষ্টার গ্রেফতার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার

তারা ভোট ডাকাতি করে, আমরার ভোট নিয়ে তারা বিজয় উল্লাস করে - মেয়র মুহিবুর রহমান

তারা ভোট ডাকাতি করে, আমরার

ভোট নিয়ে তারা বিজয় উল্লাস করে 

---------- মেয়র মুহিবুর রহমান 


বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি:


দিনে দুপুরে ডাকাতি,  সত্যিকার অর্থে যারা ডাকাতি করে, সমাজে চুরি চামারি করে এরা যদি উল্লাস করে তারারে বাধা দেওয়ার কোনো যুক্তি নেই।  


সমাজে নীতি নির্ধারক যারা সমাজরে যারা পরিচালনা করেন  শিক্ষক, অফিসার ও আমাদের নেত্রীও বললেন, নির্বাচনে কোনো এন্টার ফেয়ার হবেনা কিন্তু আমাদের ভোট ও আমাদের বিজয় তারা কেড়ে নিল। যারা আমাদের রক্ষক তারাই আমরার বক্ষক। তারাই চুর এবং তারাই ডাকাত। আমরা কোনো দিন চুরি আর ডাকাতি করতে পারতাম নায়। 


নির্বাচনে প্রতিটি সেন্টারে খুন খারাপি হতো। রক্তক্ষয়ী সংঘর্ষের দরকার নেই সে জন্য আমি নির্বাচন থেকে বাহির হয়ে আসলাম। তাদের আসল যে, স্বরুপ এটা উম্মোচন হয়েগেছে। তারা ভোট ডাকাতি করে আমরার  ভোট নিয়ে  বিজয় উল্লাস করে! বিজয় উল্লাস করে যুদ্ধে জিতলে। আমি ইনশা'আল্লাহ আমৃত্যু পর্যন্ত  আর কোনো দিন বিশ্বনাথ ও ওসমানীনগর ছাড়িয়া লন্ডনে অবস্হান করতাম নায়। আর কিছু করতে পারি আর না ই পারি বিপদে আপদে আপনারার সামনে খাড়া অইতাম পারমু। আমরার ভবিয্যত চলার জন্য একটি কর্মপন্তা অবলম্বন করার দরকার। আমরা নত  স্বিকার করতাম নায়, অন্যায় করলে, ডাকাতি করলে তারা করছে আমরা করছিনা। এর জন্য আমরার একটা একতা দরকার। জনগণ যদি এক হয়ে যায় তাহলে কোনো মহাশক্তিয়ে কিছুু করতে পারতনায়। অউ যে আমরার ভোট ডাকাতি করলো এগুলো আমরা আরো কিছু আগে যদি  জানতাম পারতাম তাহলে আমরা রাস্তায় নেমেগেলে কিছুই করতে পারতনা। উপস্হিত সময় নামলে খুন খারাপি সম্ভাবনা ছিলো। ইনশা'আল্লাহ আগামীতে আমরা যদি এক থাকি

তাহলে আমরা যে কোনো পরিস্হিতি মোকাবেলা করতে পারবো। 


কথা গুলো বলেছেন সিলেট - ২ বিশ্বনাথ ও ওসমানীনগর সংসদীয় আসনের দ্বাদশ নির্বাচনে  সতন্ত্র  সংসদ সদস্য পদপ্রার্থী মেয়র মুহিবুর রহমান ১৫ জানুয়ারি সোমবার বিকেলে নির্বাচন পরবর্তী বিশ্বনাথ মেয়র বাসভবনে আয়োজিত এক কর্মী সমাবেশে উপরোক্ত কথা গুলো ব্যক্ত করেন।


 কর্মী সমাবেশটি  বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব আজির মিয়ার সভাপতিত্বে এতে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। কর্মী সমাবেশে বিশ্বনাথ ও ওসমানীনগর এলাকা  থেকে কয়েকশত কর্মী উপস্হিত ছিলেন এবং তাদের জন্য দুপুরের খাবারও পরিবেশন হয়েছে।

এতে  মেয়র মুহিবুর রহমান আরোও বলেন, আমরার সামনে আরো নির্বাচন আসতেছে  উপজেলা পরিষদের নির্বাচন। আর আমরা যদি সকল এক থাকি তাহলে যে কোনো দিকে আমরা সফল হতে বাধ্য। ইনশা'আল্লাহ জনগণ আমরার সাথে আছে।

Tag
আরও খবর