চৌদ্দগ্রামে চাঁন্দিশকরায় মুয়াজ্জিনকে বিদায়ী সংবর্ধনা ও ফুলেল শুভেচছা. বড়লেখায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নিয়াজ উদ্দিন, শ্রেষ্ঠ শিক্ষক সনজিৎ কান্তি দেব মুক্ত গণমাধ্যম সূচকে দুই ধাপ পেছাল বাংলাদেশ নাগেশ্বরীতে অসহায় পরিবারের উপর হামলা ও ভাঙচুর ৬ জনের নামে মামলা ইসরায়েলকে কঠিন শর্ত দিল সৌদি আরব তীব্র তাপপ্রবাহের কারণে ২৫ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শনিবার থেকে ট্রেনে চড়তে গুণতে হবে বাড়তি ভাড়া পেকুয়ায় দুই ভাইকে কুপিয়ে জখম মাজার জিয়ারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন একই পরিবারের ৪ সদস্য। মধুপুর উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচন প্রভাব মুক্ত করতে দোয়াত কলমের পক্ষে সংসাদ কচুয়ার বাতাপুকুরিয়া থেকে উত্তর শিবপুর মোড় পর্যন্ত রাস্তা সম্প্রসারন ও পাকা করনের শুভ উদ্বোধন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধার সন্তান আমেনা আক্তারের মতবিনিময় সভা অনুষ্ঠিত কচুয়ার সফিবাদ ফোরকানিয়া নূরাণীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বার্ষিক পুরস্কার বিতরন ও আলোচনা সভা সোহেল হাসান শাহিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পিক্সেলফিট ডিজিটাল এজেন্সি ৪র্থ বর্ষে পদার্প সিরাজগঞ্জে "হেনরীর ভুবন" বৃদ্ধাশ্রম এর উদ্বোধন করলেন সমাজ কল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি কক্সবাজারে মাঠ পর্যায়ে বহখাত ভিত্তিক পুষ্টি কার্যক্রম পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সন্তুষ্টি প্রকাশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ ১২ মে শেরপুরের নবাগত পুলিশ সুপারের পরিচিতি ও আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারা ভোট ডাকাতি করে, আমরার ভোট নিয়ে তারা বিজয় উল্লাস করে - মেয়র মুহিবুর রহমান

তারা ভোট ডাকাতি করে, আমরার

ভোট নিয়ে তারা বিজয় উল্লাস করে 

---------- মেয়র মুহিবুর রহমান 


বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি:


দিনে দুপুরে ডাকাতি,  সত্যিকার অর্থে যারা ডাকাতি করে, সমাজে চুরি চামারি করে এরা যদি উল্লাস করে তারারে বাধা দেওয়ার কোনো যুক্তি নেই।  


সমাজে নীতি নির্ধারক যারা সমাজরে যারা পরিচালনা করেন  শিক্ষক, অফিসার ও আমাদের নেত্রীও বললেন, নির্বাচনে কোনো এন্টার ফেয়ার হবেনা কিন্তু আমাদের ভোট ও আমাদের বিজয় তারা কেড়ে নিল। যারা আমাদের রক্ষক তারাই আমরার বক্ষক। তারাই চুর এবং তারাই ডাকাত। আমরা কোনো দিন চুরি আর ডাকাতি করতে পারতাম নায়। 


নির্বাচনে প্রতিটি সেন্টারে খুন খারাপি হতো। রক্তক্ষয়ী সংঘর্ষের দরকার নেই সে জন্য আমি নির্বাচন থেকে বাহির হয়ে আসলাম। তাদের আসল যে, স্বরুপ এটা উম্মোচন হয়েগেছে। তারা ভোট ডাকাতি করে আমরার  ভোট নিয়ে  বিজয় উল্লাস করে! বিজয় উল্লাস করে যুদ্ধে জিতলে। আমি ইনশা'আল্লাহ আমৃত্যু পর্যন্ত  আর কোনো দিন বিশ্বনাথ ও ওসমানীনগর ছাড়িয়া লন্ডনে অবস্হান করতাম নায়। আর কিছু করতে পারি আর না ই পারি বিপদে আপদে আপনারার সামনে খাড়া অইতাম পারমু। আমরার ভবিয্যত চলার জন্য একটি কর্মপন্তা অবলম্বন করার দরকার। আমরা নত  স্বিকার করতাম নায়, অন্যায় করলে, ডাকাতি করলে তারা করছে আমরা করছিনা। এর জন্য আমরার একটা একতা দরকার। জনগণ যদি এক হয়ে যায় তাহলে কোনো মহাশক্তিয়ে কিছুু করতে পারতনায়। অউ যে আমরার ভোট ডাকাতি করলো এগুলো আমরা আরো কিছু আগে যদি  জানতাম পারতাম তাহলে আমরা রাস্তায় নেমেগেলে কিছুই করতে পারতনা। উপস্হিত সময় নামলে খুন খারাপি সম্ভাবনা ছিলো। ইনশা'আল্লাহ আগামীতে আমরা যদি এক থাকি

তাহলে আমরা যে কোনো পরিস্হিতি মোকাবেলা করতে পারবো। 


কথা গুলো বলেছেন সিলেট - ২ বিশ্বনাথ ও ওসমানীনগর সংসদীয় আসনের দ্বাদশ নির্বাচনে  সতন্ত্র  সংসদ সদস্য পদপ্রার্থী মেয়র মুহিবুর রহমান ১৫ জানুয়ারি সোমবার বিকেলে নির্বাচন পরবর্তী বিশ্বনাথ মেয়র বাসভবনে আয়োজিত এক কর্মী সমাবেশে উপরোক্ত কথা গুলো ব্যক্ত করেন।


 কর্মী সমাবেশটি  বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব আজির মিয়ার সভাপতিত্বে এতে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। কর্মী সমাবেশে বিশ্বনাথ ও ওসমানীনগর এলাকা  থেকে কয়েকশত কর্মী উপস্হিত ছিলেন এবং তাদের জন্য দুপুরের খাবারও পরিবেশন হয়েছে।

এতে  মেয়র মুহিবুর রহমান আরোও বলেন, আমরার সামনে আরো নির্বাচন আসতেছে  উপজেলা পরিষদের নির্বাচন। আর আমরা যদি সকল এক থাকি তাহলে যে কোনো দিকে আমরা সফল হতে বাধ্য। ইনশা'আল্লাহ জনগণ আমরার সাথে আছে।

Tag
আরও খবর