বগুড়ায় র্যাবের অভিযানে ২২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। ২৬ জুন (সোমবার) ভোর সাড়ে ৫ টায় সদরের মাটিডালি বিমান মোড় থেকে লালমনিরহাটের আদিতমারী থানার দুর্গাপুরের মৃত মোজাফফর হোসেনের ছেলে ফিরোজ ইসলাম (২২) এবং একই এলাকার মৃত আজাহার আলীর ছেলে আশরাফুল ইসলাম (৪০) কে আটক করা হয়।সোমবার সকাল ৮ টায় র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি পিকআপে মাদক পরিবহন করা হচ্ছে৷ তখন সদরের মাটিডালি বিমান মোড় এলাকায় র্যাবের একটি টিম অভিযান পরিচালনাকালে ২২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ওই দুইজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২ টি মোবাইল ও ২ সীমকার্ড উদ্ধার সহ পিকআপটি জব্দ করে র্যাব।
র্যাব-১২ বগুড়া'র কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, দীর্ঘদিন ধরেই আসামীরা বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা করে আসছিলো। সোমবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিদের সদর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।