ঐতিহাসিক গড় মহাস্থান মাঝার পরির্দশনে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত।
মহাস্থান মাজার পরিদশর্ন ফান্সের রাষ্ট্রদূত
=============================
(বগুড়া থেকে মোঃ আশরাফুল ইসলাম) শুক্রবার বিকালে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপি ঐতিহাসিক হযরত শাহসুলতান মাহমুদ বলখী মাহীসওয়ার (রহ.) এর মাজার মসজিদ কমপ্লেক্স পরিদর্শন করেন। রাষ্ট্রদূত ও সফরসঙ্গীগণ মাজার কমপ্লেক্সে আগমন করলে মহাস্থান মাজার মসজিদ কমপ্লেক্সের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা এ. এইচ. এম রবিউল করিম তাদেরকে স্বাগত জানান। রাষ্ট্রদূত ও সফরসঙ্গীগণ মূল মাজার শরীফসহ মাজার চত্বরের প্রত্ননিদর্শনসমুহ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আঞ্চলিক কার্যালেয়ের কর্মকর্তা নাহিদ সুলতানা, মহাস্থান যাদুঘরের কাষ্টোডিয়ান রাজিয়া সুলতানা, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান প্রমূখ।