বগুড়ার
শিবগঞ্জ উপজেলায় অসুস্থ মাকে দেখতে গিয়ে বগুড়া-রংপুর মহাসড়কের
দেউলী পাকুরতলা এলাকায়
সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার রাত ৯ টার দিকে মোটরসাইকেল আরোহী গোলাপী বেগম (৪০)
নিহত হয়েছে। গোলাপী বেগম দেউলী ইউনিয়নের রহবল হাজী পাড়া গ্রামের একরামুল
ইসলামের স্ত্রী। এ ঘটনায় তার ছেলে মোটরসাইকেল চালক রাকিবুল হাসান আহত হয়ে
চিকিৎসাধীন আছেন।
বিষয়গুলো নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের
অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, অসুস্হ মাকে দেখতে ছেলেকে নিয়ে
বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মোকামতলার কাশিপুর গ্রামে যাচ্ছিলেন গোলাপী।
পাকুরতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটো ভ্যানের সাথে
মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পরে গিয়ে গুরুতর
আহত হন গোলাপী। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তার ছেলে মোটরসাইকেল
চালক রাকিবুল হাসান চিকিৎসাধীন আছেন।
ওসি আমিনুল ইসলাম আরও জানান, এ ব্যাপারে অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।