কক্সবাজারের চকরিয়ায় জুয়া খেলায় বাঁধা দেওয়ায় মুবিনুল হক (৩৫) নামের এক শ্রমিকলীগ নেতাকে ছুরিকাঘাত করেছে দূর্বৃত্তরা। সোমবার রাত ১২টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মাইজপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত মুবিনুল হক ওই এলাকার শাহাব উদ্দিনের ছেলে ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শ্রমিক লীগের সদস্য।
আহত মুবিনুল হক কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
জানা যায়, গত শনিবার রাতে মাইজপাড়া পূর্ব স্টেশনে স্থানীয় জিয়াবুল হকসহ ৪ জন যুবক মোবাইলে জুয়া খেলছিলেন। এতে মুবিনুল হক বাধা দেন।
এ ঘটনা জিয়াবুল তার বড়ভাই আবদুল হামিদকে বিষয়টি জানায়। পরদিন রবিবার হামিদ বাধা দেওয়ার কারণ জিজ্ঞেস করে মুবিনুলকে শাসায়। পরে সোমবার রাতে মুবিনুল হককে একা পেয়ে হামিদও তার ভাইসহ ২০-৩০ জন লোক জড়ো করে তাকে মারধর করেন। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
মুবিনুল হকের পিতা শাহাবউদ্দিন বলেন, আমার ছেলে জুয়া খেলায় বাধা দেওয়ায় ছুরিকাহত হয়ে হাসপাতালে শয্যাশায়ী। তার পেটের বাম পাশে হাতে ও কানে ছুরিকাঘাত করা হয়।
আমি এ বিষয়ে সঠিক তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহবান জানাচ্ছি প্রশাসনের কাছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ঘটনা জানার পর আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শক করেছি। তুচ্ছ বিষয় নিয়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
১ দিন ২ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪৫ দিন ৫ ঘন্টা ৫৭ মিনিট আগে
১১২ দিন ১০ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৩৬ দিন ১২ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৪৪ দিন ১৩ ঘন্টা ৪২ মিনিট আগে
১৪৪ দিন ১৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৫৩ দিন ৮ ঘন্টা ১২ মিনিট আগে
১৫৩ দিন ১২ ঘন্টা ৪২ মিনিট আগে