কক্সবাজারের চকরিয়ায় নিজ বাড়ির উঠানে ধান মাড়াই করতে গিয়ে দলছুট বন্যহাতির আক্রমণে কবির আহমদ (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে ।
রবিবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের শাহওমর নগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কৃষক কবির আহমদ ওই এলাকার মৃত আলী আহমদের ছেলে।
কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন হাতির আক্রমণে কৃষক নিহত হওয়ার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় এলাকাবাসী ও পরিবারের সদস্যরা জানান, রবিবার রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির উঠানে ধান মাড়াই করছিল কৃষক কবির আহমদ। এসময় আকস্মিকভাবে দলছুট একটি বন্যহাতি এসে পেছনে শুঁড় দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধ কৃষকের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
৮ দিন ৯ ঘন্টা ২৬ মিনিট আগে
৫২ দিন ১২ ঘন্টা ৩০ মিনিট আগে
১১৯ দিন ১৭ ঘন্টা ১৭ মিনিট আগে
১৪৩ দিন ১৯ ঘন্টা ২১ মিনিট আগে
১৫১ দিন ২০ ঘন্টা ১৫ মিনিট আগে
১৫১ দিন ২০ ঘন্টা ১৭ মিনিট আগে
১৬০ দিন ১৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৬০ দিন ১৯ ঘন্টা ১৪ মিনিট আগে