দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বীর প্রতীক বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত হওয়ায় আওয়ামী লীগ নেতৃবৃন্দরা সক্রিয় হয়েছেন নির্বাচনি মাঠে। কক্সবাজার জেলা আওয়ামী লীগের আয়োজনে এক আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী।
শনিবার ২৩ ডিসেম্বর বিকেল ৪ টায় চকরিয়া আবাসিক মহিলা কলেজের হলরুম মিলনায়তনে কক্সবাজার জেলা আওয়ামী লীগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ সিআইপির সভাপতিত্বে সভায় প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী প্রধান বক্তা হিসেবে ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া, সাবেক সদস্য আমিনুর রশিদ দুলাল, উপজেলা আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন।
বক্তব্য রাখেন, লক্ষ্যারচর আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম সেলিম, ইউপি চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক খ.ম বুলেট। হারবাং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম, বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নুরে হোসেন আরিফ, চিচিংগা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামিল হোসেন চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোসেন।
এসময় বক্তারা বক্তব্য বলেন, সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম একজন সৎ, যোগ্য ও বীর মুক্তিযোদ্ধা। আমরা চকরিয়া-পেকুয়া এবারে বিপুল ভোটের মাধ্যমে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করে মাননীয় সাংসদ পাঠিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। বর্তমান এমপি জাফর আলমের বিরুদ্ধে নানা অভিযোগ এনে ক্ষোভ ঝাড়েন নেতাকর্মীরা।
অনুষ্ঠানে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী বলেন; কল্যাণ পার্টির নেতা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম কে সমর্থন জানানোর দলীয় নির্দেশনা পেয়েছি। সে নির্দেশনার আলোকে আমরা তাকে আনুষ্ঠানিক সমর্থন জানানোর জন্য এই আলোচনা সভার আয়োজন করেছি।
তিনি আরও বলেন; চকরিয়া -পেকুয়ার মানুষের সুবিধা অসুবিধা মহান সংসদে তুলে ধরতে একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ দরকার। ইনি সে জন যার কাছে এই এলাকার মানুষ নিরাপদ হবেন।
এমপি প্রার্থী মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম হাত ঘড়ি মার্কায় ভোট চেয়ে বলেন, আগামী ৭তারিখ আমাকে হাত ঘড়ি মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেন। তাহলে আমার পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে একটি স্মার্ট চকরিয়া পেকুয়া উপহার দেওয়া হবে।আমার দ্বারা কোন অন্যায়,অনিয়ম,জুলুম, নির্যাতনের শিকার হবেন না কেও। বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।
৮ দিন ৯ ঘন্টা ১৬ মিনিট আগে
৫২ দিন ১২ ঘন্টা ২০ মিনিট আগে
১১৯ দিন ১৭ ঘন্টা ৮ মিনিট আগে
১৪৩ দিন ১৯ ঘন্টা ১২ মিনিট আগে
১৫১ দিন ২০ ঘন্টা ৫ মিনিট আগে
১৫১ দিন ২০ ঘন্টা ৮ মিনিট আগে
১৬০ দিন ১৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৬০ দিন ১৯ ঘন্টা ৫ মিনিট আগে