চকরিয়া-পেকুয়া আসনে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিমকে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ। নিজ দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ার পর অনেকটা চুপ ছিলো আওয়ামীলীগ।
শনিবার চকরিয়ায় অনুষ্ঠিত এক সভায় দলের এ সিদ্ধান্তের ঘোষণা দেন জেলা আওয়ামীলীগের সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী। এসময় তিনি বলেন, ‘চকরিয়া পেকুয়ায় যেহেতু আওয়ামী লীগের প্রার্থী নেই, কল্যাণ পার্টির প্রার্থীই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী’।
ওই সভাতেই আওয়ামীলীগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ছৈয়দ ইবরাহিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো’।
এদিকে রোববার চকরিয়ায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, ‘চকরিয়া-পেকুয়ার মানুষকে আমি দিতে এসেছি, আমার নেয়ার মতো কিছুই নেই। তাই নিতে নয় দিতে এসেছি’।
এসময় তিনি সবাইকে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ৭ জানুয়ারী হাতঘড়ি মার্কায় ভোট দেওয়ার জন্য আহবান জানান।
এছাড়াও সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের জন্য মাঠে নেমেছেন স্থানীয় আওয়ামীলীগ নেতারাও। চকরিয়া পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরাও যাচ্ছেন ইবরাহিমের জনসংযোগে।
৮ দিন ৯ ঘন্টা ৯ মিনিট আগে
৫২ দিন ১২ ঘন্টা ১৩ মিনিট আগে
১১৯ দিন ১৭ ঘন্টা ১ মিনিট আগে
১৪৩ দিন ১৯ ঘন্টা ৫ মিনিট আগে
১৫১ দিন ১৯ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৫১ দিন ২০ ঘন্টা ১ মিনিট আগে
১৬০ দিন ১৪ ঘন্টা ২৮ মিনিট আগে
১৬০ দিন ১৮ ঘন্টা ৫৮ মিনিট আগে