চকরিয়ায় চিংড়িঘের দখল করতে গেলে চার ডাকাতকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোর্পদ করেছে জনতা।
এসময় একটি দেশীয় তৈরি লম্বা বন্দুক ও কার্তুজ উদ্ধার করা হয়।
শনিবার রাত সাড়ে ১২ টার দিকে সাহারবিল ইউনিয়নের চৌয়ারফাঁড়ি কিয়ারারডিয়া নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশের জিজ্ঞাসবাদে আটকৃত আব্দুল মাবুদ চিংডিঘের দখল করতে গিয়েছিলো বলে স্বীকার করে।
আটকৃকতরা হলেন-আব্দুল মাবুদ (৩২)পিতা নরুছচাপা,সাহারবিল, ইমতিয়াজ(২৮)আব্দুল আজিজ দরবেশকাটা,আমচার(৩২)নুরুল ইসলাম বদরখালী,ও ইমদাত পিতা:মৌলবী ছাবের আহমদ কোনাখালী।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলি জানায়-শনিবার রাত ১২ দিকে সাহারবিল রামপুরে চারজন ডাকাতকে অস্ত্র সহ আটক করে রেখেছে এ সংবাদ পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে চিংডিঘের দখলে এসব ডাকাতদের যারা ব্যবহার করছে তাদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে স্থানীয়রা।
৮ দিন ৯ ঘন্টা ১৪ মিনিট আগে
৫২ দিন ১২ ঘন্টা ১৮ মিনিট আগে
১১৯ দিন ১৭ ঘন্টা ৫ মিনিট আগে
১৪৩ দিন ১৯ ঘন্টা ৯ মিনিট আগে
১৫১ দিন ২০ ঘন্টা ৩ মিনিট আগে
১৫১ দিন ২০ ঘন্টা ৫ মিনিট আগে
১৬০ দিন ১৪ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৬০ দিন ১৯ ঘন্টা ২ মিনিট আগে