মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে ডেন্টাল বিভাগের যাত্রা শুরু বারইয়ারহাট বিএম হাসপাতালের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা পেল সহস্রাধিক রোগী বর্বর ইসরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল। শ্রীমঙ্গল পৌর তাফসীর পরিষদের নবগঠিত কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত আক্কেলপুর শিক্ষার্থী পরিবারের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি আলী হোসেন জামায়াতে যোগ দিলেন কুলিয়ারচরে মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা চুরি নরসিংদী পলাশ জিনারদীতে নরসিংদী কমিউটার ট্রেন যাত্রাবিরতি দাবীতে মানববন্ধন নরসিংদী পলাশ জিনারদীতে নরসিংদী কমিউটার ট্রেন যাত্রাবিরতি দাবীতে মানববন্ধন মার্চ ফর গাজা: কোন পথে যাবেন, জেনে নিন নির্দেশনা জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে জলবায়ু ধর্মঘট আদমদীঘিতে বিএনপির ঈদ পুর্নমিলনী উপলক্ষে কর্মী সভা আদমদীঘিতে ১২০পিস এ্যাম্পুলসহ একজন গ্রেপ্তার আশাশুনির গোয়ালডাঙ্গায় বেড়ী রাস্তা ভাঙ্গন স্থানে রক্ষা কাজ শুরু কটিয়াদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সাতক্ষীরার কালিগঞ্জে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে তরুণ-তরুণীদের ধর্মঘট মোংলার পার্শ্ববর্তী জিউধারায় ৩ দিনব্যাপী সাধুর মেলা বারুণী স্নানে লাখো মানুষের ঢল ভোলায় সদর হাসপাতালের ডাক্তারকে গণধোলাই লাখাইয়ে বিক্রি হচ্ছে ক্ষতিকর রং ও ক্যামিকেল যুক্ত আইসক্রিম, স্বাস্থ্য ঝুকিতে কোমলমতি শিশুরা। দক্ষিণ-পশ্চিম উপকূলে জলবায়ু ধর্মঘট: তহবিলের দাবি

চকরিয়ায় মসজিদের কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

কক্সবাজারের চকরিয়ায় মসজিদের কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত আটজন মুসল্লি আহত হয়েছেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলা পৌর শহরের সোসাইটি বায়তুল মাওয়া শাহী জামে মসজিদে এ ঘটনা ঘটে।


আহতরা হলেন—মসজিদ কমিটির বর্তমান সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর, পৌর যুবলীগ সভাপতি হাসানগীর হোছাইন, জহিরুল ইসলাম, জয়নাল হাজারী, সাইফুল ইসলাম, কফিলউদ্দিন ও বশির আলম।


কক্সবাজার সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) রাকিব উর রাজা প্রতিদিনের বাংলাদেশকে তথ্যটি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ‘চকরিয়া পৌর শহরে মসজিদে মুসল্লিদের মধ্যে মারামারির খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরিবেশ শান্ত করার পর পুনরায় জুমার নামাজ আদায় করা হয়। কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


মুসল্লিরা জানান, দুপুর ১টার দিকে চকরিয়া পৌর শহরের সোসাইটি বায়তুল মাওয়া শাহী জামে মসজিদের খতিব হাফেজ বশির আহমদ ওয়াজ শেষ করার পরপরই বক্তব্য দিতে ওঠেন নতুন কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ। ওই সময় তাকে বাধা দেন বিদায়ি কমিটির সাধারণ সম্পাদক আলমগীর। এতে মুসল্লিদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। নতুন কমিটি মানি না বলে আলমগীর গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে আলমগীর ও সহযোগীদের মসজিদের ভেতরে পিঠুনি দেন। এ সময় মুসল্লিরা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। তাৎক্ষণিক খবর পেয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম মসজিদে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পুনরায় খুতবা ও জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা।


মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ বলেন, ‘১৯৬৫ সালে মসজিদটি প্রতিষ্ঠার পর থেকে কমিটি সুষ্ঠুভাবে পরিচালনা হয়ে আসছিল। কিন্তু মসজিদের সাবেক সাধারণ সম্পাদক আলমগীরের নেতৃত্বে কয়েকজন বখাটে যুবক পরিকল্পিতভাবে মসজিদের ভেতরে হামলা করেছে। এ ধরনের ন্যক্কারজনক ঘটনা মসজিদ প্রতিষ্ঠার পর কোনো দিন ঘটেনি।‘


তিনি আরও বলেন, ‘আমি জুমার নামাজের পূর্বে খতিব থেকে অনুমতি নিয়ে কমিটি ঘোষণা নিয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করি। ওই সময় সাবেক সাধারণ সম্পাদক আলমগীর বাধা সৃষ্টি করলে মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে জোর প্রতিবাদ করে।’


কমিটির সভাপতি জাহাঙ্গীর হোছাইন বলেন, ‘মসজিদের একটি নির্বাচিত কমিটি থাকার পরও সাবেক সংসদ সদস্যের ক্ষমতার প্রভাব বিস্তার করে তারা একটি কমিটি দিয়েছিল। ৮ মাস ধরে ওই কমিটির নেতৃত্বে মসজিদের সহায় সম্পদ ও লাখ লাখ টাকা লুটপাট করেছে। শুক্রবার সাবেক সাধারণ সম্পাদকের নেতৃত্বে মুসল্লিদের ওপর হামলা করা হয়েছে।’


এ বিষয়ে জানতে চাইলে সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর বলেন, ‘আমাদের কমিটির মেয়াদ আরও দীর্ঘদিন রয়েছে। এ অবস্থায় আরেকটি কমিটি ঘোষণা হচ্ছে দেখে প্রতিবাদ করায় আমার ওপর হামলা চালানো হয়।’


চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম বলেন, ‘মসজিদ হচ্ছে মুসলমানদের পবিত্র স্থান। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা ইবাদত করি। অথচ মসজিদের ভেতরে কমিটি গঠন নিয়ে দুপক্ষের মারামারি অন্যায় কাজ করেছে। কমিটি গঠন নিয়ে কারও কোনো অভিযোগ থাকলে লিখিতভাবে জানাতে পারে। আইন হাতে নেওয়া অপরাধ। উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাই।‘


এদিকে জুমার নামাজের পরপর সংবাদ সম্মেলন করেন সোসাইটি বায়তুল মাওয়া শাহী জামে মসজিদের নতুন কমিটির সদস্যরা। মসজিদের পবিত্রতা ও সুনাম নষ্টকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

Tag
আরও খবর


চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

১১৯ দিন ১৭ ঘন্টা ১২ মিনিট আগে





চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

১৬০ দিন ১৪ ঘন্টা ৪০ মিনিট আগে