কক্সবাজার জেলার চকরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দু’টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (২৮ জানুয়ারি) দুপুরে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে হালকাকারা মৌলভীচর এলাকার নুরুল আলম বাবুর্চির বাড়িতে এ ঘটনা ঘটে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে দিকে হঠাৎ করেই তাদের বসতবাড়িতে আগুন লাগে। এমনকি মুহূর্তের মধ্যে আগুনে সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।
বিভিন্নজনের কাছ থেকে ধার-দেনা করে দুই কক্ষবিশিষ্ট বাড়ি তৈরি করা বাবুর্চি নুরুল আলম জানান, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস (দমকল বাহিনী) সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করা হলেও মুহূর্তের মধ্যেই তার বসতবাড়ির আসবাবপত্রসহ সংসারের প্রয়োজনীয় সবকিছু পুড়ে ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দু’ঘণ্টার প্রচেষ্টায় সম্পূর্ণ আগুন নেভায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। মালামাল পুড়ে গেলও কেউ আহত হয়নি।#
৮ দিন ৯ ঘন্টা ৮ মিনিট আগে
৫২ দিন ১২ ঘন্টা ১২ মিনিট আগে
১১৯ দিন ১৬ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৪৩ দিন ১৯ ঘন্টা ৩ মিনিট আগে
১৫১ দিন ১৯ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৫১ দিন ১৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৬০ দিন ১৪ ঘন্টা ২৭ মিনিট আগে
১৬০ দিন ১৮ ঘন্টা ৫৬ মিনিট আগে