চকরিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর ম'র্মান্তিক মৃ'ত্যু হয়েছে। সোমবার (আজ) সকাল ১১টায় পৌরসভার ৬নং ওয়ার্ডের কাহারিয়াঘোনা সিকদার পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিক্ষার্থী হলেন ৬ বছর বয়সী সানজিদা হোসেন ইমা এবং ১৩ বছর বয়সী মিফতাহুল জান্নাত মায়া। তারা সম্পর্কে চাচাতো ও জেঠাতো বোন।
এ ঘটনায় স্থানীয়রা দ্রুত আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। আহত শিক্ষার্থীর নাম আহাদুল ইসলাম।
নিহত ইমার বাবা নবী হোসেন জানান, সকালে তিনি মক্তবে পাঠানোর জন্য মেয়ে ইমাকে ডেকে দিয়ে কাজে চলে যান। তবে কিছুক্ষণ পরেই পানিতে ডুবে ইমার মৃত্যুর সংবাদ পান। এ ঘটনায় পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের দুই শিশুর এমন মৃ'ত্যুতে স্থানীয়রাও স্তব্ধ।
স্থানীয়দের ভাষ্যমতে, পুকুরে তিনজন মিলে গোসল করতে নেমে দু'র্ঘটনার শিকার হয়। এর মধ্যে আহাদুলকে বাঁচানো সম্ভব হলেও ইমা ও মায়াকে বাঁচানো যায়নি। উল্লেখ্য, দুই বছর আগেও একই পুকুরে ইয়াহিয়া নামে এক শিশুর মৃ'ত্যুর ঘটনা ঘটে।
এ ঘটনার পর এলাকাবাসী পুকুরটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। স্থানীয়রা মনে করছেন, প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটতে পারে।
নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ ও দুর্ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
৪৩ দিন ১৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
১১০ দিন ২০ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৩৪ দিন ২২ ঘন্টা ৫০ মিনিট আগে
১৪২ দিন ২৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৪২ দিন ২৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৫১ দিন ১৮ ঘন্টা ১৪ মিনিট আগে
১৫১ দিন ২২ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৫৪ দিন ২০ ঘন্টা ২৪ মিনিট আগে