কক্সবাজারের চকরিয়া সেনা ক্যাম্প সংলগ্ন কোরক বিদ্যা পীঠের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় জুয়েল নামের (১৮) বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। ঐ যুবক স্বপ্নপূরী ক্লাবের সামনে বসবাসরত মরহুম এবিএম শামসু উদ্দীন পেশকারের ছেলে।
রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শামসু উদ্দীন পেশাকারের মৃত্যুর পর পরিবারের হাল ধরতে লেখাপড়া ছেড়ে দিয়ে একটি প্রাইভেট কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি নেয় জুয়েল।
অন্যান্য দিনের মতো জুয়েল তার মোটরসাইকেল চালিয়ে কোরক বিদ্যাপীঠ হয়ে যাচ্ছিল। তার গাড়িটি বিদ্যাপীঠ সংলগ্ন এলাকায় পৌছা মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তার বাইকটি সড়কে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ খবর জানাজানি হওয়ার পর এলাকায় চলছে শোকের মাতম।
চকরিয়া থানা পুলিশ ও নিহত পরিবারের সদস্যরা বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন।
৪৩ দিন ১৬ ঘন্টা ১ মিনিট আগে
১১০ দিন ২০ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৩৪ দিন ২২ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৪২ দিন ২৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৪২ দিন ২৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৫১ দিন ১৮ ঘন্টা ১৬ মিনিট আগে
১৫১ দিন ২২ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৫৪ দিন ২০ ঘন্টা ২৬ মিনিট আগে