সেনাকর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যাকাণ্ডের মামলার অন্যতম আসামি মো. সাদেক গ্রেফতার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাতে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের একটি যৌথ দল তাকে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাধীন ফাঁসিয়াখালি গাবতলি বাজার সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে।
যৌথবাহিনীর আভিযানিক দলে ছিলেন র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম। তিনি জানান, "সেনা কর্মকর্তা লে. তানজিম হত্যাকাণ্ডের পর থেকে আটককৃত সাদেক একের পর এক নিজের অবস্থানস্থল বদলাতে থাকেন। নিজেকে ধরাছোঁয়ার বাইরে রাখার সব চেষ্টাই করেন তিনি। কিন্তু গতকাল দিবাগত মধ্যরাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা তার অবস্থানস্থল ঘিরে ফেললে তিনি পালানোর চেষ্টা করেন। এ সময় পলায়নপর অবস্থায় আমরা যৌথবাহিনী তাকে গ্রেফতার করি। আসামি সাদেক কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ফাসিয়াখালি এলাকার বাসিন্দা খাইরুজ্জামানের পুত্র। তাকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য চকরিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতি প্রতিরোধ অভিযানে যায় সেনাবাহিনীর একটি দল। অভিযানে ডাকাতের ছুরিকাঘাতে প্রাণ হারান সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। গতকাল মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের নিজ বাড়িতে তানজিমকে দাফন করা হয়।
৪৩ দিন ১৬ ঘন্টা ১ মিনিট আগে
১১০ দিন ২০ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৩৪ দিন ২২ ঘন্টা ৫২ মিনিট আগে
১৪২ দিন ২৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৪২ দিন ২৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৫১ দিন ১৮ ঘন্টা ১৬ মিনিট আগে
১৫১ দিন ২২ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৫৪ দিন ২০ ঘন্টা ২৬ মিনিট আগে