মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্বেচ্ছাসেবীদের শীর্ষক আলোচনা সভা চাটখিলে অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিলে উপজেলা অডিটোরিয়ামে ২৬মে (শুক্রবার) সন্ধ্যায় চাটখিলের প্রায় ৭৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের উপস্থিতিতে, চাটখিল মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল ফারুক সিদ্দিকী ফরহাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি, এক্টিভ ফাউন্ডেশন চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট চাটখিল বিনির্মানে মূল প্রবন্ধ উপস্থাপক ও স্বেচ্ছাসেবী সংগঠন এর মিলনমেলায় যিনি আধুনিক চাটখিল রুপান্তর করার লক্ষ্যে স্বেচ্ছাসেবীদের সার্বিক সহযোগিতা করে আসছেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূইয়া
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভুমি সপ্তাহ উপলক্ষে ভুমি বিষয়ে ধারণা বক্তব্য রাখেন চাটখিল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায়।
আরও উপস্থিত ছিলেন উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্যাহ চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আলী হোসেন, আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ মিজানুর রহমান সবুজ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান, চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর, চাটখিল উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান প্রমুখ।
মুক্তিযোদ্ধাদের নিয়ে তৈরি করা বীরত্বগাঁথা প্রকল্প নিয়ে পর্যালোচনা করার পাশাপাশি কর্মশালাটি আনন্দময় করার জন্য র্যাফেল ড্র এর ব্যবস্থা করা হয়।
বক্তারা স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট চাটখিল বিনির্মানে দিকনির্দেশনা ও পরামর্শমুলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান ৭৫ টি সংগঠনের ৪ শত স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রত্যেক স্বেচ্ছাসেবী সংগঠনকে একটিভ ফাউন্ডেশন এর পক্ষ থেকে গিফট দেওয়ার পাশাপাশি অংশ গ্রহণকারী সকল স্বেচ্ছাসেবীর জন্য নৈশভোজের ব্যবস্থা করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, যেসকল সংগঠন সামাজিক ও মানব সেবায় যোগ্যতা দিয়ে প্রথম স্থান করবেন ঐ সংগঠন কে এক লক্ষ টাকা ও ক্রমান্বয়ে যোগ্যতা অর্জনকারী সংগঠন গুলোকে পুরষ্কৃত করা হবে।
২ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৯ দিন ১০ ঘন্টা ৩৩ মিনিট আগে
১২ দিন ৭ ঘন্টা ২ মিনিট আগে
১২ দিন ১২ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৫ দিন ৭ ঘন্টা ৫৩ মিনিট আগে
২০ দিন ৯ ঘন্টা ১০ মিনিট আগে
২৮ দিন ২ ঘন্টা ৩৩ মিনিট আগে
৩৪ দিন ৪ ঘন্টা ২৩ মিনিট আগে