মাদক সেবন করে পিতা মাতাকে মারধর ও অশ্লীল ভাষায় গালাগাল করার অপরাধে দুই সহোদরকে ১ বছরে কারাদন্ডে দন্ডিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাটখিল সহকারী কমিশন (ভুমি) কর্মকর্তা উজ্জ্বল রায়।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় ৮ জুলাই (শনিবার) আফছারখিল গ্রামের হাজি বাড়ির দুই সহোদর ফজলু (৩২) ও শামসুল আলম (৪০) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। উক্ত অর্থদণ্ড অনাদায়ে আরো অতিরিক্ত ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় সহ নোয়াখলী এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।