১৯৯০ সালে উপসাগরীয় (ইরাক- কুয়েত) যুদ্ধের সময় শরণার্থী হিসেবে বাংলাদেশে প্রত্যাগতরা এবং তাদের স্বজনরা জাতিসংঘ থেকে প্রাপ্ত তাদের সাহায্যের টাকা বন্টনের দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে।
সোমবার বিকেলে বাদ আসর উপজেলার খিলপাড়া বাজারে বালুর মাঠে এই সমাবেশে সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ লুৎফুর রহমান বাবুল। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিদেশ প্রত্যাগত প্রবাসী ও নন প্রবাসী কল্যাণ দলের সভাপতি আবু আহমেদ ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, দলটির কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন, বেলাল হোসেন, মোঃ সেলিম প্রমুখ। পরে তারা মানববন্ধন করে কর্মসূচির সমাপ্তি ঘোষনা করে।
সমাবেশে বক্তারা দাবি করেন, তাদের অনেকেই দ্বিতীয় দুটি কিস্তিতে জাতিসংঘের অনুদান পেয়েছেন, কিন্তু তৃতীয় কিস্তি জাতিসংঘ পাঠানোর পরেও তারা তা পাননি। তারা তাদের তৃতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য সরকারের প্রতি আকুল আবেদন জানিয়েছেন।
সমাবেশে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের বিভিন্ন স্থান থেকে সেই সময়ের শরণার্থীরা অংশ নেয়।
২ দিন ৪ ঘন্টা ২৭ মিনিট আগে
৯ দিন ১০ ঘন্টা ৩৪ মিনিট আগে
১২ দিন ৭ ঘন্টা ৩ মিনিট আগে
১২ দিন ১৩ ঘন্টা ০ মিনিট আগে
১৫ দিন ৭ ঘন্টা ৫৪ মিনিট আগে
২০ দিন ৯ ঘন্টা ১১ মিনিট আগে
২৮ দিন ২ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩৪ দিন ৪ ঘন্টা ২৪ মিনিট আগে