চাটখিলে গত ১০ বছরের ব্যাপক উন্নয়ন হয়েছে বলে জানান, নোয়াখালী-১ (চাটখিল সোনাইমুড়ি) আসনের জাতীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এমপি। স্বাধীনতার ৫২ বছরের ইতিহাসে গত ১০ বছর চাটখিলের ব্যাপক উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা মাত্র ১৯ বছর দেশ শাসন করছে। শেখ হাসিনার হাত ধরে দেশ আজ এক উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
১৬ জুলাই রোববার বিকেল সাড়ে ৫ টায় নোয়াখালীর চাটখিলে নির্বাচনী জনসংযোগ উপলক্ষে আয়োজিত, সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এইচ এম ইব্রাহীম এসব কথা বলেন।
আয়োজিত এই সমাবেশে বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, চাটখিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলি তাহের ইভু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, চাটখিল পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি বজলুর রহমান লিটন প্রমুখ নেতৃবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সালাহ উদ্দিন সুমন, নোয়াখালী জেলা পরিষদের সাবেক সদস্য ও যুবলীগ নেতা ইমরুল চৌধুরী রাসেল, চাটখিল উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তুষার সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
সমাবেশ শুরুর পূর্বে শত শত নেতাকর্মী এইচ এম ইব্রাহিম কে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে, পুনরায় জয়যুক্ত করার জন্য চাটখিল পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
২ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৯ দিন ১০ ঘন্টা ৩৩ মিনিট আগে
১২ দিন ৭ ঘন্টা ২ মিনিট আগে
১২ দিন ১২ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৫ দিন ৭ ঘন্টা ৫৩ মিনিট আগে
২০ দিন ৯ ঘন্টা ৯ মিনিট আগে
২৮ দিন ২ ঘন্টা ৩৩ মিনিট আগে
৩৪ দিন ৪ ঘন্টা ২৩ মিনিট আগে